বাংলাদেশে আসছেন রোনালদিনহো

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৯:১৪ পিএম

ঢাকা: ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী ১৫ অক্টোবর তিনি বাংলাদেশে আসছেন বলে স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত যমুনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত জুলাইয়ে বাংলাদেশে আসেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের আমন্ত্রণে কলকাতা ও বাংলাদেশে সফরে আসেন তিনি। এবারও রোনালদিনহোনকে কলকাতা ও ঢাকা সফরে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন তিনি। 

শতদ্রু দত্তের উদ্যোগে এর আগে দুই প্রয়াত কিংবদন্তি ফুটবলার পেলে ও ডিয়েগো ম্যারাডোনা কলকাতা সফরে এসেছিল। 

শতদ্রু জানিয়েছেন, রোনালদিনহো কলকাতা ও ঢাকা সফরের সম্মতি দিয়েছেন।

রোনালদিনহো সবশেষ পেশাদার ফুটবল ম্যাচ খেলেন ২০১৫ সাল।  এরপর আর মাঠে দেখা যায়নি তাকে।  ২০০২ সালে ব্রাজিল বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০৫ সালে জেতেন ফিফা বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অর।  ২০০৬ সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জেতেন ৩৭ বছর বয়সী এ মহাতারকা।

মাত্র ৭ বছর বয়সে ১৯৮৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর ইয়ুথ টিমের হয়ে খেলা শুরু করেন রোনালদিনহো।  ১৯৯৮ সালে একই ক্লাবের হয়ে শুরু করেন সিনিয়র ক্যারিয়ার।  এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।  ক্লাবটির হয়ে দ্যুতি ছড়ানো ২০০১ সালে পিএসজিতে খেলার দরজা খুলে যায় তার।  ফরাসি ক্লাবটির হয়ে মুগ্ধতা জাগানিয়া ফুটবল খেলায় ২০০৩ সালে ভেড়েন বার্সেলোনার ডেরায়।  ন্যু ক্যাম্পে পাঁচ বছরের ক্যারিয়ারে জিতেছেন অসংখ্য শিরোপা।

পরে এসি মিলানে যোগ দেন রোনালদিনহো। ইতালিয়ান ক্লাবটির হয়ে সিরি’আ লিগ শিরোপাও জেতেন।  এর পরই ফর্ম পড়তির দিকে হেলে যায়। বাকি সময়ে তাকে এক ক্লাব ছেড়ে অন্য ক্লাবে ভিড়তে হন্যে হয়ে ঘুরতে হয়েছে।  এ সময়ে তিনি খেলেছেন ফ্লেমেঙ্গো, অ্যাথলেটিকো মিনেইরো, কোয়েরেতারো ও ফ্লুমিনেসের হয়ে।

আইএ