বিশ্বকাপে এমন কিছু করার স্বপ্ন যা বাংলাদেশ আগে কখনো করেনি: শান্ত

  • ক্রীড়া প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০১:১২ পিএম

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে লিটন দাসের দলকে। তৃতীয় ম্যাচে লিটন, তামিমকে বিশ্রাম দিয়ে অধিনায়ক ঘোষণা করা হয় নাজমুল শান্তকে।

৩য় ম্যাচের আগে আজ প্রেস কনফারেন্সে এসেছিলেন নতুন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ভবিষ্যতে যদি অধিনায়ক হওয়ার সুযোগ আসে তাহলে সে দায়িত্ব নিতে প্রস্তুত শান্ত তিনি মনে করেন, দেশের হয়ে নেতৃত্ব দেওয়া প্রত্যেকটি খেলোয়াড়েরই স্বপ্ন। 

আগামী ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে শান্তরা। এ বিষয়ে শান্ত বলেন, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই মাঠে নামি। আগামী ম্যাচ হারলেও বিশ্বকাপে ততোটা প্রভাব পড়বেনা বলে মনে করি।

সম্প্রতি হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, যারা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন তারা ঘুম থেকে উঠুন। খেলোয়াড়েরা ও কি বিশ্বকাপের বড় স্বপ্ন থেকে দূরে এসেছে কিনা এমন এক প্রশ্নের জবাবে বলেন, আমরা এখনো বিশ্বাস করি বিশ্বকাপে বাংলাদেশ যা করেনি এবার তাই করবে, সেই স্বপ্নই দেখছি।

এমএস