ঢাকা: ওয়ানডে অভিষেকটা সুখকর হলো না জাকির হাসানের। পেসার অ্যাডাম মিল্নের বলে ৫ বলে ১ রান করে আউট হয়েছেন তিনি। অধিনায়ক নাজমুল এসেছেন ব্যাটিংয়ে।
জাকির হাসানের পর ফিরে গেলেন তানজিদ হাসানও। ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে বোল্টের এটাই প্রথম উইকেট।
উইকেটে এসে প্রথম বলেই বোল্টকে ৪ মেরেছেন। আক্রমণাত্মক মেজাজে থাকা তাওহিদ হৃদয় এরপর আরও দুটি চার মেরেছেন। সব মিলিয়ে ভালো শুরুর ইঙ্গিত। কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি। অ্যাডাম মিল্নের বলে ইয়ংকে সহজ ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন ১৭ বলে ১৮ রান করে।
৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৫৪।
লিটন দাস না থাকায় শেষ ম্যাচের জন্য নতুন একজন অধিনায়কও নির্বাচন করতে হতো বিসিবিকে। এ আলোচনায় ছিল দুটি নাম-মেহেদী হাসান মিরাজ ও নাজমুল।
দুজনের মধ্যে মিরাজই এগিয়ে ছিলেন। কিন্তু পায়ে হালকা চোট থাকায় কাল মিরাজের খেলা নিয়েই সংশয় আছে।
মিরাজকে নিয়ে তাই ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। অধিনায়কত্বের দায়িত্বটা তাই তুলে দেওয়া হয় নাজমুলের হাতে।
এআর