ঢাকা: ইনজুরির পর অধিনায়ক হয়েই দলে ফিরলেন নাজমুল হাসান শান্ত। ফিরেই ৫৫ বলে ফিফটি পূর্ণ করলেন নাজমুল। ক্যারিয়ারের এই পঞ্চম হাফ-সেঞ্চুরি। এশিয়া কাপে শুরুটা দারুণ করেছিলেন নাজমুল। এরপরই হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যান। তার অভাব বাংলাদেশ টের পেয়েছিল ভালোভাবেই।
কিন্তু চোটেও ছন্দপতন হয়নি এ বাঁহাতির। আজ অধিনায়কত্বের চাপও আছে। নাজমুল অবশ্য শুরু করেছেন যেখান থেকে শেষ করেছিলেন, সেখান থেকেই। দ্বিতীয় ওভারেই নামতে হয়েছিল বাংলাদেশ অধিনায়ককে। এরপর দলের স্কোর ছিল ৩ উইকেটে ৩৫ রান।
শুরু থেকেই ইতিবাচক ছিলেন, পাল্টা আক্রমণ করে গেছেন। মুশফিকের সঙ্গে জুটিতে এগিয়ে নিয়েছিলেন অনেকটাই। সে জুটি ভেঙেছে। এবার মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়ার পালা। নাজমুল জানেন, কাজটি শেষ হয়নি তার।
[207766]
এদিকে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে ৫ হাজার রান পূর্ণ করলেন মাহমুদউল্লাহ। ফার্গুসনের বলে ডাবলস নিয়ে মাইলফলক ছুঁয়েছেন তিনি।
আগের ম্যাচে ৪৯ রান করে আউট হয়ে গিয়েছিলেন, দলকে পার করাতে পারেননি। আজও বড় দায়িত্ব তার সামনে। নাজমুল ও মুশফিকের জুটিতে বাংলাদেশ এগোচ্ছিল ভালোভাবেই, সে জুটি ভেঙে দারুণভাবে ম্যাচে ফিরেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের স্কোর ২৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২৭ রান।
এআর