তামিম-লিটনের ব্যাটে বাংলাদেশের উড়ন্ত সূচনা 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৮:২৩ পিএম

ঢাকা: ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শুরুর দিকে ধ্বংসযজ্ঞ চালালেও টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা। 

ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পেলেও পরবর্তীতে মাহেদী-মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে লঙ্কানরা। শেষ পর্যন্ত নিসাঙ্কা ও ধনঞ্জয়ার অর্ধ-শতকে ভর করে ২৬৩ রান সংগ্রহ করে দাসুন শানাকার দল।

২৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশও। তানজিদ তামিম ও লিটন দাস শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছেন। দুজনে মিলে এরই মধ্যে শতরানের জুটি গড়ে ফেলেছেন। দুজনেই আবার করেছেন অর্ধশতক। 

[207945]

২৬৪ রান তাড়ায় বাংলাদেশের স্কোর ১৮ ওভার শেষে বিনা উইকেটে ১২০ রান। লিটন ৫৭ আর তামিম ৫৪ রানে ব্যাট করছেন। 

প্রস্তুতি ম্যাচ হওয়ায় দলে থাকা ১৫ জনের যে কোন ১১ জন ব্যাটিং করতে পারবেন। ব্যাটিং না করলেও বোলিং করতে বাধা থাকবে না। আবার কোনো ব্যাটসম্যান চাইলে সেঞ্চুরি বা ফিফটি করার পরে উঠে আসতে পারবেন। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে পারবেন। 

এআর