এশিয়ান গেমসের সেমিফাইনালে ইমরান

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৯:২১ পিএম

ঢাকা:  হাংজু এশিয়ান গেমসের ডিসিপ্লিন অ্যাথলেটিক্সে বাংলাদেশের একমাত্র অ্যাথলেট ইমরানুর রহমান স্প্রিন্টে অংশ নিয়েছেন। পাঁচ নম্বর হিটে তিনি ছিলেন ৯ নম্বর লেনে। যেখানে ১০.৪৪ টাইমিংয়ে তৃতীয় হয়ে সেমিফাইনালে উঠেছেন দেশের এই দ্রুততম মানব।

গেমসের অন্যতম আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্ট। তাই স্থানীয় সময় রাত ১০টার সময়েও প্রায় পরিপূর্ণ অলিম্পিক সেন্টার স্টেডিয়াম। গেমসের নিয়মানুযায়ী পাঁচ হিটের প্রথম চারজন করে ২০ জন এবং বাকি ২০ জনের মধ্যে সর্বোচ্চ ৪ টাইমিংধারী সেমিফাইনালে খেলবেন। আগামীকাল বিকেলে ২৪ জন তিন হিটে সেমিফাইনালে লড়বেন ফাইনালে ওঠার লক্ষ্যে।

এশিয়ান গেমসে বাংলাদেশের কেউ সেমিফাইনালে উঠেছিল কিনা এ নিয়ে পরিষ্কার রেকর্ড নেই। তবে হিট থেকে পরের ধাপে অনেকেই গিয়েছেন। ইতোপূর্বে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাথলেটিক্সের বর্ষীয়ান সংগঠক ফারুকুল ইসলাম, ‘এশিয়ান গেমসের ফাইনালে আমাদের কেউ খেলেনি তবে অনেকেই নানা ইভেন্টের হিটে উত্তীর্ণ হয়েছে।’

এআর