ঢাকা: আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সাবেক তারকাদের মধ্যে। কেউ কেউ বলছে সেমিতে যাবে পাকিস্তান। কেউ আবার বলছেন সেমিতে উঠতে পারবে না বাবর আজমের দল। তবে কেউ আবার ফাইনালেই দেখছেন পাকিস্তানকে।
মুরালি-গেইল-কার্তিকের চোখে এবারের বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান। আসলে তারা এটা আশাও করছেন। বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল কে না দেখতে চায়! কিংবদন্তি অফ স্পিনার মুরালিধরন স্টার স্পোর্টসকে বলেছেন, ‘ফাইনালে আমি ভারত ও পাকিস্তানকে চাইব।’
১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে কোন দুই দল-এমন একটি প্রশ্ন স্টার স্পোর্টস করেছিল তাদের বিশ্লেষক দলের অনেককে। যেকোনো প্রশ্নেই নানা মুনির নানা মত তো থাকবেই। এখানেও আছে।
মুত্তিয়া মুরালিধরন, ক্রিস গেইল, জ্যাক ক্যালিস, সঞ্জয় মাঞ্জরেকার, দিনেশ কার্তিক, ওয়াকার ইউনিস...স্বনামধন্য এই ক্রিকেট বিশ্লেষকেরা জানিয়েছেন তাদের মতামত।
গেইলের ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপে নেই। তবে বাকি বিশেষজ্ঞদের মধ্যে সবার দেশই খেলছে ভারতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে। মুরালি নিজের দেশ শ্রীলঙ্কাকে ফাইনালে দেখছেন না। একই অবস্থা ওয়াকারের ক্ষেত্রেও। তবে মাঞ্জরেকার-কার্তিকরা ভারতকে দেখছেন ফাইনালে।
[208051]
নিজের দেশকে ফাইনালে না দেখা মুরালি কোন দুই দলকে বেছে নিচ্ছেন? ওয়াকারই-বা কোন কোন দেশের ফাইনাল দেখছেন? অথবা ফাইনালে নিরপেক্ষ গেইলের পছন্দই-বা কোন দুই দল?
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার গেইলেরও একই চাওয়া। স্টার স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আশা করছি, ভারত আর পাকিস্তান ফাইনাল খেলবে।’ ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান দিনেশ কার্তিকের কথা, ‘ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাইব আমি।’
দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসও নিজের দেশকে ফাইনালে রাখেননি। তার চোখে ফাইনাল খেলবে ভারত ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ফাইনালের। অস্ট্রেলয়ার আরেক সাবেক শেন ওয়াটসন নিজের দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে রেখেছেন স্বাগতিক ভারতকে।
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিও ক্যালিসের মতো নিজের দেশকে ফাইনালে দেখছেন না। অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের একটির সঙ্গে ভারতের ফাইনাল দেখছেন তিনি। আরেক দক্ষিণ আফ্রিকান ডেল স্টেইন দেখছেন ভারত-ইংল্যান্ড ফাইনাল।
দক্ষিণ আফ্রিকানদের মতো ওয়াকারও তার দেশ পাকিস্তানকে ফাইনালে দেখেন না। তার কাছে ফাইনাল হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে। তবে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার ও ইরফান পাঠান ফাইনালে নিজের দেশকে ঠিকই দেখছেন। মাঞ্জরেকার মনে করেন, ফাইনালে ভারত প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়াকে। পাঠান বলেছেন দক্ষিণ আফ্রিকার কথা।
এআর