বিশ্বকাপ-২০২৩

বিশ্বকাপে এক ম্যাচ জিতেই সুখবর পেল বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০২:৫৫ পিএম

ঢাকা: এশিয়া কাপে বাজে পারফর্ম করায় র‍্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে আটে নেমেছিল বাংলাদেশ। সেই আসরের ফাইনাল খেলা শ্রীলঙ্কা ছিল সাতে। 

এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার হেরেছে, অন্যদিকে বাংলাদেশ জিতেছে। ফলে লঙ্কানদের পেছনে ফেলে আবারও সাত নম্বরে ওঠেছে বাংলাদেশ। 

ওয়ানডেতে এর আগে আফগানিস্তান-বাংলাদেশের দেখা হয়েছে ১৫ বার। বাংলাদেশ জিতেছে ৯ ম্যাচ, আফগানিস্তান ৬টি। বড় জয় বাংলাদেশ যেমন পেয়েছে, আছে আফগানিস্তানেরও। এ বছরের ঘটনা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে ১৪২ রানে হারিয়েছিল আফগানরা।

[208486]

সেই আফগানিস্তানের বিপক্ষে আজ জয়ের আশা নিয়ে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের বাংলাদেশ দল। যদিও সেই আশারও একটা সীমা ছিল, যেটি অতিক্রম করে গেছে ৯২ বল হাতে থাকতে পেয়ে যাওয়া বাংলাদেশের ৬ উইকেটের জয়। 

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এতটা দাপুটে জয় আশা করেননি জানিয়ে ম্যান অব দ্য ম্যাচ মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমরা এভাবে চিন্তা করিনি। কী হবে না হবে, শুরুতে সেটা চিন্তা করিনি। চিন্তা করেছি, আমরা বল ধরে ধরে খেলব। বোলাররা ভালো জায়গায় বল করবে, ব্যাটসম্যান রান করবে। দিন শেষে ফলাফল যা আসার আসবে।’

এআর