পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার রানবন্যা 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৬:৪৩ পিএম

ঢাকা: বিশ্বকাপ যাত্রায় প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাস্তানাবুদ হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে প্রোটিয়ারা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৪২৮ রান সংগ্রহ করে। 

এরপর তিনশ পেরোনো ইনিংস খেলে লঙ্কানরাও। দ্বিতীয় ম্যাচে দাসুন শানাকার দল আক্রমণের লক্ষ্য বানিয়েছে পাকিস্তানকে। 

তাদের বিপক্ষে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৯ উইকেটে ৩৪৪ রান।

প্রথমে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৪৪ রানের পাহাড়সম সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ৭৭ বলে ১২২, সাদেরা সামারাবিক্রমা ১০৮ ও ওপেনার পাথুম নিশাঙ্কা করেন ৫১ রান।

এআর