আফগানদের চ্যালেঞ্জিং টার্গেট দিল পাকিস্তান

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৬:১৫ পিএম

ঢাকা: আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিল পাকিস্তান। স্পিন ট্র্যাকিং উইকেটে বাবর-শফিক আর ইফতিখারের ব্যাটে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করেছে পাকিস্তান। 

দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে বাবরের ব্যাট থেকে। ওপেনার আবদুল্লাহ শফিক করেন ৫৮ রান। আফগানিস্তানের হয়ে ৪৯ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার নূর আহমেদ।

[209543]

ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল হক ও আবদুল্লাহ শফিক। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে দেখেশুনে ব্যাট করে স্কোরবোর্ডে ৫৬ রান তোলেন।

তবে প্রথম পাওয়ার প্লের পর পরই বিদায় নেন ইমাম। আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে নাভিন উল হকের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। এতে ২২ বলে ২ বাউন্ডারিতে ১৭ রানেই থামে বাঁহাতি এই ব্যাটারের ইনিংস। ইমাম অল্পতেই বিদায় নিলেও ঠিকই ফিফটি তুলে নেন আরেক ওপেনার শফিক। কিন্তু মাইলফলক স্পর্শের পর ৫৮ রানেই থামেন তিনি। এরপর দেখেশুনে খেলে ৯২ বলে ৭৪ রান করে আউট হন বাবর। মাঝে রিজওয়ান আউট হয়ে যান ৮ রানে।

এরপর ইফতিখার আহমেদ ২৭ বলে (৪০) ও শাদাব খানের ৩৮ বলে (৪০) রানে ভর জয় পাওয়ার রান স্কোর বোর্ডে জমা করে পাকিস্তান।

এআর