ঢাকা: অবশেষে নীরবতা ভেঙে গণমাধ্যমের মুখোমুখি হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর আজ রোববার বাংলাদেশ দলের টিম হোটেলে বৈঠক করেছেন পাপন। জানিয়েছেন ক্রিকেটারদের এমন খারাপ সময়ে পাশে আছে বিসিবি।
কলকাতার তাজ হোটেল থেকে বেরিয়ে পাপন মুখোমুখি হন গণমাধ্যমের। এ সময় দলের এমন পরাজয়ের পর কথা উঠবে স্বাভাবিকভাবেই দেখছেন বিষয়টি।
পাপন বলেন, 'আমার সাথে কথা বলে মনে হয়েছে ওরা এখন অনেক সিরিয়াস। আমি ওদের বলেছি খারাপ সময়ে মানুষ খারাপ বলবে এটাই স্বাভাবিক। ভালো করলে তো মানুষ মাথায় নিয়ে নাচে। তবে আমরা খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে আছি।'
পাপন বলেন, 'যেটা হয়ে গেছে আমাদের কিছুই করার নেই আমাদের সামনে তিনটি ম্যাচ আছে। এই তিন ম্যাচে আমরা কীভাবে ভালো খেলতে পারি এটা ছাড়া করার কিছু নেই। এটা করতে হলে দুটো জিনিস করতে হবে। ওদের মধ্যে সাহস যোগাতে হবে, বিশ্বাস যোগাতে হবে। যেন ওরা পারে। এই বিশ্বাস আর সাহস যদি ওদের নিজেদের মধ্যে না আসে, তাহলে ওরা সবসময় কনফিউজড থাকবে। শট সিলেকশানে ভুল করবে। মারতে গেলে এমন হতেই পারে। এটাই করার চেষ্টা করেছি। কিন্তু ওরা সকলে মিলে বলল যে, তারা সবাই ইউনাইটেড। তাদের মধ্যে কোনো সমস্যা নেই।’
[209899]
বাংলাদেশ দল এই মুহূর্তে অনেক বেশি সিরিয়াস বলেও মনে করেন বোর্ড সভাপতি পাপন, ‘আমি কথা বলে মনে হয়েছে ওরা এখন অনেক বেশি সিরিয়াস। এটা নিয়ে চিন্তা করছে কীভাবে আরও ভালো করা যায়। আশা করা ছাড়া উপায় নাই। আমি বলেছি। খারাপ সময়ে মানুষ অনেক কিছু বলবে। কারণ ভালো সময়ে মানুষ মাথায় নিয়ে নাচে। তাহলে খারাপ সময়ে বলবে না কেন। কিন্তু এই খারাপ সময়ে কেউ না থাকলেও আমরা আছি।’ যোগ করেন পাপন।
উল্লেখ্য, নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানের হারের পর সমালোচকদের তোপের মুখে পড়েছেন ক্রিকেটাররা। সেমিফাইনালে খেলার স্বপ্নটাও প্রায় মিলিয়ে গিয়েছে। এমন অবস্থায় কলকাতায় টিম ম্যানেজমেন্টের সঙ্গে জরুরি বৈঠক করেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
এআর