বোর্নমাউথকে উড়িয়ে প্রথমবার শীর্ষে সিটি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০২:৩১ পিএম

ঢাকা : প্রথমার্ধে সাত মিনিটের মধ্যে তিন গোল করল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে তারা জালের দেখা পেল আরও তিনবার। বোর্নমাউথকে উড়িয়ে প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে প্রথমবার শীর্ষে উঠল পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ৬-১ গোলে জিতেছে সিটি। জোড়া গোল করেন বের্নার্দো সিলভা; একটি করে গোল পান জেরেমি ডোকু, মানুয়েল আকনজি, ফিল ফোডেন ও নাথান আকে। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে সিটি। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ২৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।

এ ম্যাচে আলাদাভাবেই নজর কেড়েছেন ডোকু। বেলজিয়ান ফরোয়ার্ড এক গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪টি!

[210419]

সিটির গোল-ঝড়ের শুরু ৩০তম মিনিট থেকে। এক ডিফেন্ডারকে চকিত চমকে কাটিয়ে ডোকু বল বাড়ান রদ্রিকে। স্প্যানিশ মিডফিল্ডারের বুদ্ধিদ্বীপ্ত ফিরতি পাস নিখুঁত শটে জালে জড়িয়ে সিটিকে এগিয়ে নেন বেলজিয়ান ফরোয়ার্ড। ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। ব্যবধান আরও বাড়ে চার মিনিট পর। বক্সের বাইরে জায়গা করে নিয়ে আচমকাই জোরাল শট নেন ডোকু, বল তার সিটি সতীর্থ আকনজির গায়ে লেগে অনেকখানি দিক পাল্টে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক মেজাজেই থাকে সিটি। ৬৪তম মিনিটে ডোকুর পাস থেকে স্কোরলাইন ৪-০ করেন ফোডেন। ১০ মিনিট পর কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সিনিস্তেরা লক্ষ্যভেদ করে ব্যবধান একটু কমান। ৮৩তম মিনিটে সিলভা ও ৮৮তম মিনিটে নাথান আকের গোলে বড় জয় নিশ্চিত হয়ে যায় সিটির।

এমটিআই