অবশেষে নিশ্চিত হয়ে গেল সেমির ৪ দল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৭:৪৭ পিএম

ঢাকা:  জস বাটলারের সঙ্গে টস করতে নেমে এই ভাগ্যকেই সঙ্গে পাননি বাবর আজম। টসে জেতেন ইংল্যান্ড অধিনায়ক, বেছে নেন ব্যাটিং। তাতেই পাকিস্তানের সেমিফাইনালের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। যা কাগজে-কলমে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ১০০ পার হয়ে যাওয়ার পর।

ইংল্যান্ড ব্যাটিংয়ে নামলে পাকিস্তানের সামনে সেমিফাইনাল সমীকরণটা দাঁড়িয়েছিল এ রকম-ইংল্যান্ডকে ৫০ রানে অলআউট করে তাড়া করতে হবে ১২ বলের মধ্যে, ইংল্যান্ডের রান ১০০ হলে তাড়া করতে হবে ১৭ বলের মধ্যে। আর ইংল্যান্ডের রান ১৫০ হলে তাড়া করতে হবে ৩.৪ বা ২২ বলের মধ্যে। 

[210880]

পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সেমিফাইনাল দৌড় থেকে ছিটকে যায় ইংল্যান্ডের রান দেড় শর দিকে যেতেই। ইংল্যান্ড ১৫০ রানে পৌঁছে যায় ২৭তম ওভারে, মাত্র ২ উইকেট হারিয়েই।

পুরো পঞ্চাশ ওভার ব্যাট করে ইনিংসটা শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৩৭ রানে টেনে নিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের বিদায়ে তাই চতুর্থ দল হিসেবে সেমিতে উঠে গেল নিউজিল্যান্ড। 

মুম্বাইয়ে আগামী বুধবার প্রথম সেমিফাইনালে কিউইদের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। আর দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে।

এআর