নিজের রেকর্ড ভাঙা কোহলিকে নিয়ে আবেগী টুইট শচিনের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৭:৩৮ পিএম

ঢাকা: এর চেয়ে ভালো উপলক্ষ কমই হতে পারত। শচীন টেন্ডুলকারের মাঠে, তারই সামনে বিশ্বকাপের সেমিফাইনালে ব্যক্তিগত ৫০তম শতক। যে শতক বিরাট কোহলিকে তুলে দিয়েছে ওয়ানডেতে সবচেয়ে বেশি শতকের একক রাজত্বে। 

এদিকে মাঠে বসেই নিজের রেকর্ড ভেঙে দিতে দেখলেন বিরাট কোহলিকে। উচ্ছ্বসিত শচিন টেন্ডুলকার করতালি দিয়ে অভিনন্দনও জানালেন অনুজকে।

তার এতদিনের রেকর্ড ভেঙেছে, মন খারাপ হওয়ারই কথা! তবে শচিন মন খারাপ করলেন না। রেকর্ড যে ভেঙেছেন তারই স্বদেশি, যিনি কিনা আবার তার আইডল মনে করেন শচিনকেই।

শুধু মাঠে বসে অনুপ্রেরণা জোগানোই নয়, সামাজিক যোগাযোগামাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আবেগঘন এক পোস্ট দিয়ে কোহলিকে অভিনন্দন জানিয়েছেন শচিন।

[211227]

টুইটারে শচিন লিখেছেন, ‘প্রথমবার আমি তোমাকে যখন ভারতীয় ড্রেসিংরুমে দেখেছিলাম, সতীর্থরা মজা করে তোমাকে আমার পা স্পর্শ করিয়েছিল। সেদিন আমি হাসি থামাতে পারিনি। কিন্তু খুব দ্রুতই তুমি তোমার নিপুণতা ও দক্ষতা দিয়ে আমার হৃদয় স্পর্শ করেছো। সেই তরুণ ছেলেটিই 'বিরাট' খেলোয়াড় হয়ে বেড়ে ওঠায় আমি খুবই খুশি।

একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, সেটাও আবার বিশ্বকাপ সেমিফাইনালের মতো বড় মঞ্চে আমারই হোম গ্রাউন্ডে। আমার জন্য এর চেয়ে খুশির আর কিছু হতে পারতো না!’

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কোহলি। এই সেঞ্চুরি ইনিংসেই তিনি ছাড়িয়েছেন শচিনকে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০ সেঞ্চুরির মালিক হয়েছেন কোহলি।

৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি করেছিলেন শচিন। অপরদিকে ২৯২ ম্যাচ খেলেই শচিনের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। সে হিসেবে শচিনের চেয়ে ৭১ ম্যাচ কম খেলেই সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ভারতের সাবেক অধিনায়ক।

এআর