নির্বাচন ছেড়ে দুবাই গেলেন সাকিব!

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ০৬:৩৮ পিএম
ক্রিকেটার সাকিব আল হাসান। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন সাকিব আল হাসান। তুমুল ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তার সময়। এমন ব্যস্ততার মধ্যেই দুই দিনের সফরে দুবাই গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবের হঠাৎ এই সফরের বিষয়ে জানা গেছে, খেলার উদ্দেশ্যে নয়। তিনি আবু ধাবিতে চলমান টি-টেন টুর্নামেন্টে বাংলা টাইগার্স দলের ফটোশুট ও স্পন্সরশিপের কাজ সম্পন্ন করতে শনিবার দুবাইয়ে পৌঁছেছেন। তবে চলমান আসরে সাকিব খেলবেন না আঙুলের চোটের কারণে।

[212327]

বাংলা টাইগার্সের হয়ে গত আসরে খেলেছিলেন সাকিব। সেই আসরে দলটির অন্যতম সেরা পারফর্মারও ছিলেন তিনি। তাই এবারের আসরে তার অনুপস্থিতি কিছুটা হলেও ভোগাচ্ছে দলকে। এখনো পর্যন্ত ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে টাইগার্সরা।

ওয়াইএ