মেয়েদের আইপিএলের নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ০৭:১৪ পিএম

ঢাকা: আগামী বছর হতে যাচ্ছে ভারতের মেয়েদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। সেই টুর্নামেন্টের নিলাম হবে চলতি বছরের ৯ ডিসেম্বর। 

যে নিলামের ড্রাফটে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রাবেয়া খান ও মারুফা আক্তার। দুজনের ভিত্তিমূল্যই ৩০ লাখ রুপি। আজ নিলামের জন্য নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

চলতি বছরই প্রথমবার শুরু হয়েছে মেয়েদের আইপিএল। মেগা সেই নিলামের নাম নিবন্ধন করেছিলেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। তবে নিলামে নাম উঠেছিল ৩ জনের- জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তার। কিন্তু এদের কাউকে নিয়েই আগ্রহ দেখায়নি কোনো দল।

[212465]

২০১৯ সালে অভিষেক হওয়া লেগ স্পিনার রাবেয়া আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১৪ ম্যাচ। উইকেট নিয়েছেন ১৬টি। গত জুলাইয়ে ভারতের মেয়েদের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৩ উইকেট নিয়েছিলেন রাবেয়া। বাংলাদেশ সেই ম্যাচে জিতেছিল ৪ উইকেটে। 

অন্যদিকে ১৮ বছর বয়সী মারুফার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০২২ সালে। ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে এই পেসারের উইকেট ১২টি।

এবারের নিলামের জন্য নিবন্ধন করেছেন ১৬৫ জন ক্রিকেটার। যার মধ্যে ১০৪ জনই ভারতীয় আর ৬১ জন বিদেশি ক্রিকেটার। আইসিসির সহযোগী সদস্যদের ক্রিকেটাররা আছেন ১৫ জন। ১৬৫ জন ক্রিকেটারের মধ্যে ৫৬ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ও ১০৯ জনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি।
 
এআর