টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ১০:০২ এএম

ঢাকা : আরও একবার কয়েনভাগ্য পাশে পেলেন নাজমুল হোসেন শান্ত। সিলেটের মতো মিরপুরেও টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক। ঘূর্ণিঝড় মিগযাউমের প্রভাবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন মিরপুরের আকাশ। দিনের পরের অংশে আছে বৃষ্টির পূর্বাভাস।

এমন কন্ডিশনে শুরুর দিকের আর্দ্রতা বাড়তি সাহায্য করতে পারে পেসারদের। তাই শুরুর দিকের চ্যালেঞ্জটা উতরাতে হবে বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটসম্যানদের।

পিচ রিপোর্টে এইচডি আকারম্যান বলেছেন, কিছুটা আর্দ্রতা থাকায় শুরুতে সাহায্য পাবেন পেসাররা। স্পিনারদের বল গ্রিপ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া দেখে রোমাঞ্চিত হওয়া যাবে না। অনেক কাঁটা ঘাস ছিটিয়ে রোল করা হয়েছে। পরে ব্যাটিং করলেও সমস্যা নেই। তবে এটি নিশ্চিত করতে হবে, চতুর্থ ইনিংসে লক্ষ্যটা যেন বেশ ছোট থাকে। কারণ এই উইকেট সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকবে।

সিলেটে দারুণ জয়ের পর এবার হোম অব ক্রিকেটে আরও বড় সাফল্য হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশ দলকে। মিরপুরে দ্বিতীয় ম্যাচে পরাজয় এড়াতে পারলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতবেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয় বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায়। উইকেটের আচরণ নিয়ে কিছুটা সংশয়ে বাংলাদেশ দল। তবে এই মাঠে দীর্ঘ দিন খেলার অভিজ্ঞতা এগিয়েই রাখবে স্বাগতিকদের।

ম্যাচে রয়েছে বৃষ্টির শঙ্কা। ঘূর্ণিঝড় মিগযাউমের প্রভাবে প্রথম দিন দুপুর থেকেই আছে বৃষ্টির পূর্ভাবাস। এছাড়া অন্যান্য দিনগুলোতেও বাগড়া বাধাতে পারে বিরূপ প্রকৃতি। শীতের প্রভাব পড়তে শুরু করায় বিকেলের সেশনে নির্ধারিত সময় পর্যন্ত খেলা হওয়া নিয়েও থাকবে সংশয়।

[212744]

সিলেটে স্মরণীয় জয় এনে দেওয়া একাদশেই আস্থা রেখেছে বাংলাদেশ। স্বাগতিকদের দলে নেই কোনো পরিবর্তন। ম্যাচের আগের দিন আঙুলে চোট পেলেও টিকে গেছেন নাঈম হাসান।

এদিকে সিলেটে হেরে যাওয়া নিউজিল্যান্ড একটি পরিবর্তন এনেছে একাদশে। লেগ স্পিনার ইশ সোধির বদলে তারা ফিরিয়েছে বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টারকে।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল।

এমটিআই