দলে নেওয়ায় চেন্নাইকে মোস্তাফিজের ধন্যবাদ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩, ১০:২৮ পিএম

ঢাকা: বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আইপিএলে খেলবেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই তাকে দলে নেওয়ায় একটি ভিডিও বার্তায় চেন্নাই ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ দিয়েছেন মোস্তাফিজ। চেন্নাইয়ের একজন সদস্য হতে পেরে নিজের রোমাঞ্চের কথাও জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে চেন্নাইয়ের অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওতে মোস্তাফিজকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজুর রহমান। সিএসকে পরিবারকে ধন্যবাদ আমাকে সিএসকে পরিবারের সদস্য বানানোর জন্য। সিএসকে পরিবারের সদস্য হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। খুব শিগগিরই দেখা হচ্ছে।’

[213747]

চেন্নাই সুপার কিংস হতে যাচ্ছে আইপিএলে মোস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন। 

২০১৬ ও ২০২১ আসর বাদ দিলে কোনো মৌসুমেই ৮টির বেশি ম্যাচ খেলতে পারেননি মোস্তাফিজ। দলের কম্বিনেশনের কারণে বেঞ্চ গরম করতে হয়েছে। আইপিএলের সর্বশেষ মৌসুমেও দিল্লির হয়ে ম্যাচ খেলেছেন মাত্র ২টি। এবার কি আইপিএলে পুরোনো মোস্তাফিজকে দেখা যাবে?

যদিও একাদশে জায়গা পেতে মোস্তাফিজকে কঠিন লড়াই করতে হবে। কারণ, বিদেশি পেসার হিসেবে চেন্নাইয়ের প্রথম পছন্দ শ্রীলঙ্কার মাতিশা পাতিরানা। এ ছাড়া এই দলে আছেন মহীশ তিকশানা, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল, মঈন আলী, রাচিন রবীন্দ্রর মতো বিদেশি ক্রিকেটার।

এআর