ঢাকা: দুই দিনের বিরতির পর আজ থেকে শুরু হয়েছে বিপিএলের ঢাকা দ্বিতীয় পর্বের খেলা। যেখানে দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। টসে হেরে ব্যাট করতে নেমে বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে বরিশাল। এতে ১৬ রানের জয় পায় চট্টগ্রাম।
আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের হয়ে ইনিংস শুরু করতে নামেন ওপেনার তানজিদ হাসান তামিম ও জশ ব্রাউন। এই দুই ওপেনারে ভালো শুরু পায় চট্টগ্রাম। তবে দল ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তামিম। দলীয় ৩৯ রানে ১৯ বলে ১০ রান করে সাইফউদ্দিনকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার। এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসেন টস ব্রুস।
তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ব্রাউন। এই দুই জনের ব্যাটে ৩২ রান যোগ করে। তবে দলীয় ৭১ রানে ব্রাউন আউট হলে ভাঙে এই জুটি। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ৩৮ রান করেন ব্রাউন। এরপর উইকেটে টিকে থাকলেও বেশ মন্থর ব্যাটিং করেন শাহাদাত হোসেন দীপু। দলীয় ১০৪ রানে যখন তিনি সাজঘরে ফেরেন, নামের পাশে তখন ২০ বলে ১৫ রান।
এদিকে বেশিক্ষণ টিকতে পারেননি নাজিবুল্লাহ জাদরান ও সৈকত আলীও। তবে একপাশে শেষ পর্যন্ত লড়ে গেছেন ব্রুস। তার তার ৫০ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানের লড়াকু পুঁজি পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশালের হয়ে বল হাতে সর্বোচ্চ দুই উইকেট নেন মোহাম্মদ ইমরান।
এমএস