বদলে গেছে বিপিএল প্লে-অফের সূচি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১০:০৭ এএম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শেষের দৌড়গোড়ায়। চট্টগ্রামে চলছে বিপিএলের তৃতীয় অধ্যায়। এর মধ্যে পরিবর্তন হয়েছে প্লে-অফের সূচি। রাখা হয়েছে রিজার্ভ ডে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ সূচি পরিবর্তন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আগের সূচি অনুযায়ী ফাইনাল হবে ১ মার্চ, তবে কোয়ালিফায়ার ও এলিমেনেটর ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে।

পূর্বের সূচি অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার ও এলিমেনেটর ম্যাচ হওয়ার কথা ছিল ২৫ ফেব্রুয়ারি, তার পরিবর্তে খেলা হবে ২৬ ফেব্রুয়ারি। আর ২৭ ফেব্রুয়ারি রিজার্ভ ডে। পরদিন ২৮ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এটিও একদিন পিছিয়েছে। 

[217759]

জাতীয় নির্বাচনের কারণে এবারের বিপিএল শুরু হয় ১৯ জানুয়ারি থেকে। ঢাকা-সিলেট-ঢাকা-চট্টগ্রাম হয়ে বিপিএলের শেষ রোমাঞ্চ হবে আবার ঢাকায়। এখন পর্যন্ত টুর্নামেন্টের শীর্ষ ৫টি দল রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। 

প্লে অফ নিশ্চিত হয়ে গেছে রংপুরের, তারা আছে সবার উপরে। দ্বিতীয় অবস্থানে থাকা কুমিল্লারও এক প্রকার নিশ্চিত। আর দুই স্থানের জন্য লড়াই করবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা।

এআর