ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
নতুন অধিনায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে ঘোষিত দুটি দলের কোনোটিতেই নেই সাকিব আল হাসান। টি-টোয়েন্টি দলে ফিরেছেন এই সংস্করণে ২০২২ সালের এশিয়া কাপে সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলা মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার আলিস আল ইসলাম।
অন্যদিকে মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি দলে আসা নিয়ে সম্প্রতি আলোচনা হয়েছে। যদিও গতকাল ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে শুধু ওয়ানডেতে রাখা হয় তাকে। বিশ্বকাপের আগেই ওয়ানডে দলে ফেরা মাহমুদউল্লাহ নিউজিল্যান্ড সফরে ছিলেন না চোটের কারণে। শ্রীলঙ্কার বিপক্ষে এ সংস্করণেও ফিরেছেন তিনি।
ওয়ানডে দলে এসেছেন চোটের কারণে বাইরে থাকা তাসকিন আহমেদ এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তাসকিন ফিরেছেন দুই সংস্করণেই। ওয়ানডেতে তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন আফিফ হোসেন, হাসান মাহমুদ ও রাকিবুল হাসান। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন তারা।
টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ ও তাসকিন ছাড়াও এসেছেন এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাইজুল ইসলাম ও আলিস আল ইসলাম। মাহমুদউল্লাহর মতো এনামুল ও নাঈমও ২০২২ সালের এশিয়া কাপে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে তাইজুল তার ক্যারিয়ারের ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০১৯ সালে। আলিসের এখনো আন্তর্জাতিক অভিষেকই হয়নি।
সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার, শামীম হোসেন, আফিফ হোসেন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম।
[217821]
তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে আগামী ১ মার্চ ঢাকায় আসবে শ্রীলঙ্কা দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৪ মার্চ। পরের দুটি টি-টোয়েন্টি ৬ ও ৯ মার্চ একই মাঠে।
১৩, ১৫ ও ১৮ মার্চ তিনটি ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম টেস্ট সিলেটে শুরু হবে ২২ মার্চ, চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ৩০ মার্চ থেকে।
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দল:
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, আলিস আল ইসলাম।
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল (প্রথম দুই ম্যাচ):
নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।
এআর