বিপিএল প্লে-অফ: কোন দলের সামনে কী সমীকরণ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১১:৩৩ এএম

ঢাকা: শুধু প্লে-অফ খেলাই নিশ্চিত হয়নি রংপুর রাইডার্সের, সাকিবদের দল শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত করে ফেলেছে। চট্টগ্রামে আজ রাতে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারালে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করবে রংপুর। 

কোন দলের কী সমীকরণ
রংপুর রাইডার্স
১১ ম্যাচে ১৮ পয়েন্ট
শেষ ম্যাচের প্রতিপক্ষ: কুমিল্লা ভিক্টোরিয়ানস (২০ ফেব্রুয়ারি)

কুমিল্লা ভিক্টোরিয়ানস
প্লে-অফ খেলা নিশ্চিত। শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই নিশ্চিত হবে প্রথম কোয়ালিফায়ার খেলাও। শেষ দুই ম্যাচেই হারলে বর্তমান চ্যাম্পিয়নদের খেলতে হতে পারে এলিমিনেটরে। তবে নেট রান রেটে এগিয়ে থাকলে শেষ দুই ম্যাচে হেরেও প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ানস। 

১০ ম্যাচে ১৪ পয়েন্ট
শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ: রংপুর রাইডার্স (২০ ফেব্রুয়ারি) ও ফরচুন বরিশাল (২৩ ফেব্রুয়ারি)

ফরচুন বরিশাল
প্লে-অফে ওঠার লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের চেয়ে নেট রেটের হিসেব অনেকটা এগিয়ে থাকার সুবিধা পাবে ফরচুন বরিশাল। শুক্রবার শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে খুব বাজেভাবে না হারলে চট্টগ্রাম ও খুলনা দুই দলের চেয়েই নেট রান রেটে পিছিয়ে পড়ার সম্ভাবনা নেই তামিমের বরিশালের। কুমিল্লা আজ রংপুর ও এরপর বরিশালের বিপক্ষে হারলে বরিশালের সম্ভাবনা থাকবে প্রথম কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে খেলার।

১১ ম্যাচে ১২ পয়েন্ট
শেষ ম্যাচের প্রতিপক্ষ: কুমিল্লা ভিক্টোরিয়ানস (২৩ ফেব্রুয়ারি)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
আজ খুলনা টাইগার্সকে হারালেই প্লে-অফ নিশ্চিত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। হেরে গেলে অবশ্য অনেক যদি-কিন্তুর মধ্যে পড়ে যাবে দলটি। সে ক্ষেত্রে খুলনা তাদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দিলেই বিদায় নেবে চট্টগ্রাম। ওই ম্যাচে খুলনা হেরে গেলে আসবে নেট রান রেটের হিসাব।

১১ ম্যাচে ১২ পয়েন্ট
শেষ ম্যাচের প্রতিপক্ষ: খুলনা টাইগার্স (২০ ফেব্রুয়ারি)

[217879]

খুলনা টাইগার্স
প্লে-অফে উঠতে শেষ দুই ম্যাচেই জিততে হবে খুলনা টাইগার্সকে। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে গেলে খুলনা টাইগার্সের প্লে-অফ খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে। এরপর খুলনা যদি শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারায় আর ফরচুন বরিশাল শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হারে তবু নেট রান রেটে বরিশালকে পেছনে ফেলার কোনো সম্ভাবনা নেই খুলনার।

১০ ম্যাচে ১০ পয়েন্ট
শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (২০ ফেব্রুয়ারি) ও সিলেট স্ট্রাইকার্স (২৩ ফেব্রুয়ারি)

সিলেট স্ট্রাইকার্স
আগেই বাদ পড়ে গেছে। তবে শেষ ম্যাচটি জিতে খুলনা টাইগার্সের প্লে-অফ খেলার স্বপ্ন ভাঙতে পারে দলটি।

১১ ম্যাচে ৮ পয়েন্ট
শেষ ম্যাচের প্রতিপক্ষ: খুলনা টাইগার্স (২৩ ফেব্রুয়ারি)

দুর্দান্ত ঢাকা
১২ ম্যাচে ২ পয়েন্ট
টানা ১১ ম্যাচ হারা দলটির বিপিএল শেষ হয়ে গেছে সবার আগে।

এআর