চট্টগ্রামকে ১৩৫ রানে থামাল বরিশাল

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৩:১৫ পিএম

ঢাকা: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ব্যাটিং দেখার পর বোলারদের নিয়ে খুশিই হবেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তার নেওয়া সিদ্ধান্ত যে খুব একটা ভুল প্রমাণ হয়নি।

বোলারদের দারুণ পারফরম্যান্সে স্রেফ ১৩৬ রানের লক্ষ্য পেয়েছে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৩৫ রান করেছে চট্টগ্রাম। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। বড় কোনো জুটি গড়ারই সুযোগ পায়নি।

ওপেনার জশ ব্রাউন কিছু ঝলক দেখিয়েছিলেন বটে। কিন্তু ২২ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান (১৬ বলে) আসে অধিনায়ক শুভাগত হোমের ব্যাট থেকে। বাকিরা কেউই বিশের ঘরে পৌঁছাতে পারেননি।

বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া একটি করে শিকার তাইজুল ইসলাম ও জেমস ফুলারের।

এমএস