ঢাকা : মার্তিনেজের পর আরেক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডি মারিয়া ঢাকায় আসবেন আগামী মে মাসে। তাকেও আনছেন শতদ্রু দত্ত।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ গত বছর এসেছিলেন ঢাকায়। তাকে ঢাকায় এনেছিলেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।
মার্তিনেজের পর আরেক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডি মারিয়া ঢাকায় আসবেন আগামী মে মাসে। তাকেও আনছেন শতদ্রু দত্ত।
[218338]
শতদ্রু দত্ত নিজেই এবার আর্জেন্টিনা গিয়ে সবকিছু চূড়ান্ত করেছেন। সেখানে গিয়ে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রী পাপনের জন্য অটোগ্রাফযুক্ত জার্সিও নিয়ে এসেছেন তিনি।
শতদ্রু নিজেই এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বাংলাদেশের ক্রীড়া মন্ত্রীর জন্য ডি মারিয়ার অটোগ্রাফসহ জার্সি আনার বিষয়টি। আগামী মাসে ঢাকায় এসে ক্রীড়া মন্ত্রী পাপনের হাতে জার্সি তুলে দেবেন শতদ্রু দত্ত।
ডি মারিয়া মে মাসের শেষে ভারত ও বাংলাদেশ সফরে আসবেন।
এমটিআই