বিশ্বকাপ ভাবনায় তানজিদ তামিম

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৫:০৫ পিএম

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল বিশ্বকাপ মাথায় রেখে দেওয়ার পরিকল্পনা নির্বাচক লিপুর। 

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়ে টি২০ দলের ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন আনা হতে পারে। এনামুল হক বিজয় ও নাঈম শেখ বাদ পড়তে পারেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের দলে ছিলেন বিজয় ও নাঈম। তাদের জায়গায় দলে ঢুকবেন সাকিব আল হাসান ও তানজিদ হাসান তামিম। সাকিবকে মাথায় রেখে দল গোছাতে হচ্ছে প্রধান নির্বাচকের। বাঁ-হাতি ব্যাটার তামিমকে বিকল্প ওপেনার হিসেবে নেওয়া হতে পারে। 

[221502]

সাকিব ফিরলে স্পিন বিভাগে পরিবর্তন অবধারিত। তাইজুল ইসলামের বাদ পড়ার সম্ভাবনা বেশি। এর পরও বোলিং বিভাগ নিয়ে মধুর সমস্যায় আছে নির্বাচক প্যানেল। লেগস্পিনার রিশাদ হোসেন, অফস্পিনার শেখ মেহেদির সঙ্গে আলিসকে রাখার পরিকল্পনা তাদের। চোট পরিচর্যায় থাকা আলিসের মেডিকেল রিপোর্টও নেওয়া হয়েছে গতকাল।

বোলিংয়ের আরেক শাখা পেস বিভাগে নতুন করে হাত দেওয়ার সুযোগ নেই। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব থাকছেন। বিশ্বকাপ স্কোয়াডে পঞ্চম পেসার থাকবে কিনা, তা নিয়ে কোচ হাথুরুর সঙ্গে কথা বলবেন প্রধান নির্বাচক। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে হাঁটুর চোটে পড়লেও সৌম্য সরকার খেলার মতো ফিট।

এআর