আইপিএল

হেড-অভিষেকের তাণ্ডবে পাওয়ারপ্লেতে নতুন ইতিহাস

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৮:৪২ পিএম

ঢাকা: আইপিএলে প্রথমে ব্যাট করতে নেমে দ্রুততম শতকের রেকর্ডটা আগেই নিজেদের করে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। 

আসরের ৮ম ম্যাচে অভিষেক শর্মাকে নিয়ে ট্রাভিস হেড গড়েছিলেন সেই রেকর্ড। সাত ওভার শেষে শততম রান ছুঁয়েছিল হায়দরাবাদ। এবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল ইতিহাসেরই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ল ড্যানিয়েল ভেট্টরির দল। 

[221723]

দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ অরুণ জেটলিতে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা ৫ ওভারেই স্পর্ষ করলেন শত রানের মাইলফলক। শুধু তাই নয় টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পাওয়ার প্লেতেও সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়েছেন অভিষেক ও হেড। ৬ ওভারে ২০.৮০ গড়ে ১২৫ রান তুলেছেন দুজন।

এর আগে ৬ ওভারে ১০৫ রান সংগ্রহ করেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১৭ আসরে দ্রুততম শতক এবং পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল কেকেআর। আজ সেটা ভাঙলেন হায়দরাবাদের দুই ওপেনার। 

এআর