আয়ারল্যান্ডের কাছে হেরে যাদের দুষছেন বাবর

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১১, ২০২৪, ০৩:৩২ পিএম

ঢাকা: আয়ারল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার আয়ারল্যান্ডের বিপক্ষে হারল বাবরের নেতৃত্বাধীন দল।

ডাবলিনে গতকাল আগে ব্যাট করে পাকিস্তানের তোলা ১৮২ রানের ভিত গড়ে দেন বাবর। করেন ৪৩ বলে ৫৭ রান। যেটি টি-টোয়েন্টি ক্রিকেটে তার ৩৮তম ফিফটি। তার সমান ৩৮ ফিফটি আছে শুধু বিরাট কোহলির। তবে কোহলি (১০৯) বাবরের (১০৮) চেয়ে একটি ইনিংস বেশি খেলেছেন। বাবর কাল আরেকটি রেকর্ড গড়েছেন, সেটা অবশ্য হয়েছে টস করার পরই। 

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি ম্যাচ নেতৃত্ব দেওয়ার রেকর্ড বাবরের। গতকাল অধিনায়ক হিসেবে বাবরের ৭৭তম ম্যাচ ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে সর্বোচ্চ ৭৬ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড ছিল অ্যারন ফিঞ্চের দখলে। মহেন্দ্র সিং ধোনি, এউইন মরগান সমান ৭২ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। 

নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন ৭১ ম্যাচে। ম্যাচ জিতলে বাবর রেকর্ড গড়তেন আরও একটি। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৪৪টি ম্যাচ জয়ের রেকর্ড বাবর ও উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার। কাল জয় পেলেই মাসাবাকে টপকে রেকর্ডটি একার করে নিতেন বাবর।

[223094]

আয়ারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারে বাবর দুষছেন পাকিস্তানে বোলিং ও ফিল্ডিংকে। গত ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘প্রথম ৬ ওভারে আমরা ভালো শুরু করিনি। পিচ অসম গতির ছিল, বাউন্স ছিল। আমার শুরুর ধাক্কা ভালোভাবে সামলে উঠেছিলাম, শেষ পর্যন্ত ১৮২ রান তুলতে পারি। কিন্তু আমার মনে হয় এই উইকেট ১৯০ রানের। কিন্তু আমি মনে করি, আমরা বোলিং ও ফিল্ডিংয়ের কারণে হেরেছি। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি, ফিল্ডিংয়ে কয়েকটি বাজে মিস হয়েছে, যা আমাদের ক্ষতি করেছে।’

গতকাল বাবরের ৫৭ রান পাকিস্তানকে জেতাতে না পারলেও আইরিশদের হয়ে মূলত ম্যাচটিকে একাই টেনেছেন ৭৭ রান করা অ্যান্ড্রু বলবার্নি। টেক্টর, ডকরেলদের সঙ্গে ছোট ছোট জুটিতেই ১৮২ রান তাড়া করে পল স্টার্লিংয়ের দল। ২৪ বলে ৩৬ রান করেছেন টেক্টর, ডকরেল ১২ বলে ২৪। আর শেষ দিকে কার্টিস ক্যাম্ফার করেছেন ৭ বলে ১৫ রান। সিরিজের পরবর্তী ম্যাচ আগামী রোববার।
 
এআর