ঢাকা : ফুটবলে বর্ণবাদী আচরণ রুখতে শাস্তি বাধ্যতামূলক করার সিদ্ধান্তের পথে হাঁটছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পাশাপাশি প্রয়োজনে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথাও আছে। ব্যাংককে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে এ প্রস্তাব উত্থাপন করা হয়।
কয়েক বছর ধরেই ফুটবলে মাথাচাড়া দিয়ে উঠেছে বর্ণবাদ। কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র বর্ণবাদের শিকার হওয়ার পর নানা পদক্ষেপ নেওয়া হলেও তেমন কোনো সুফল মেলেনি। তাই এবার কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ব্যাংককে অনুষ্ঠিত ফিফার কংগ্রেসে বেশ গুরুত্ব পেয়েছে বর্ণবাদ ইস্যু। ফুটবল আইনে বর্ণবাদকে শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য করার কথা ভাবছে ফিফা।
[223570]
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বর্ণবাদ থামাতে ২১১ দেশের সমন্বয়ে আজ থেকে সারা বিশ্বে আমরা ৫টি স্তম্ভ ঠিক করেছি, যা বর্ণবাদ থামাতে পারবে। বর্ণবাদ অন্ধকারের মতো। তবে এ অন্ধকার দূর করতে আমরা কোনো মোমবাতি জ্বালাবো না। এর চেয়েও বড় কিছুর পরিকল্পনা। আমরা বিশাল আলো জ্বালাতে চাই, যা সমগ্র পৃথিবীকে আলোকিত করবে।’
[223569]
মাঠে কেউ বর্ণবাদের শিকার হলে খেলোয়াড়রা দুই হাতে কবজি আড়াআড়িভাবে উচিয়ে রেফারিকে বর্ণবাদের সংকেত দিতে পারবেন। এরপর রেফারি ৩ ধাপে এগোতে পারবেন। ফিফার নির্দেশ অনুযায়ী প্রথমে বর্ণবাদী আচরণ বন্ধ করার জন্য বলবেন রেফারি। যতক্ষণ পর্যন্ত বর্ণবাদী আচরণ চলবে ততক্ষণ পর্যন্ত খেলা বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনায় ম্যাচ পরিত্যাক্ত হতে পারে। এমন প্রস্তাবে ফিফার সকল সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান ফিফা বস।
ইনফান্তিনো বলেন, ‘আমরা এখন থেকেই বর্ণবাদ থামাতে কাজ শুরু করেছি। যা ব্যাংকক থেকে শুরু করে সমগ্র পৃথিবীতে পৌঁছে যাবে। তাই আমি ফিফার সদস্য দেশগুলোকে বলতে চাই, আপনারা কি বর্ণবাদ থামাতে ৫টি স্তম্ভের সঙ্গে রাজি হবেন?’
এমটিআই