ঢাকা : শেষ হয়ে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের ২০২৩-২৪ মৌসুম। শীর্ষ ৫ লিগের শিরোপা নির্ধারণও হয়ে গেছে। শীর্ষ পাঁচ লিগের মধ্যে কেবল ইতালির লিগ সিরি'আ তে একটি ম্যাচ বাকি।
তবে শীর্ষ পাঁচ লিগ থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এবং ইউরোপা লিগে খেলবে কারা তাও প্রায় চূড়ান্ত। প্রায় কারণ, বুন্দেসলিগায় যেমন বরুসিয়া ডর্টমুন্ডের চ্যাম্পিয়নস লিগ জেতা, না জেতার ওপর নির্ভর করছে কয়েকটি স্থান নির্ধারণ। একই অবস্থা সিরি আতেও। আতালান্তা কনফারেন্স লিগ জিতলে ইউরোপিয়ান স্লটে হতে পারে উলটপালট।
দেখে নেওয়া যাক ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অবস্থা
ইংলিশ প্রিমিয়ার লিগ
চ্যাম্পিয়নস লিগে : ম্যানচেস্টার সিটি (চ্যাম্পিয়ন), আর্সেনাল, লিভারপুল, অ্যাস্টন ভিলা
ইউরোপা লিগে : টটেনহ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেড (এফএ কাপ জিতে)।
কনফারেন্স লিগে : চেলসি।
অবনমিত হলো : লুটন টাউন, বার্নলি, শেফিল্ড ইউনাইটেড।
দ্বিতীয় বিভাগ থেকে উঠে এলো : লেস্টার সিটি, ইপসউইচ টাউন, সাউদাম্পটন।
লা লিগা
চ্যাম্পিয়নস লিগে : রিয়াল মাদ্রিদ (চ্যাম্পিয়ন), বার্সেলোনা, জিরোনা, আতলেতিকো মাদ্রিদ।
ইউরোপা লিগে : অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ।
কনফারেন্স লিগে : রিয়াল বেতিস।
অবনমিত হলো : কাদিজ, আলমেরিয়া, গ্রানাদা।
দ্বিতীয় বিভাগ থেকে উঠে এল যারা : রিয়াল ভায়াদোলিদ, লেগানেস।
*আরেকটি দল প্লে অফ খেলে উঠে আসবে।
বুন্দেসলিগা
চ্যাম্পিয়নস লিগে : বায়ার লেভারকুসেন (চ্যাম্পিয়ন), স্টুটগার্ট, বায়ার্ন মিউনিখ, লাইপজিগ ও
বরুসিয়া ডর্টমুন্ড।
* যদি ডর্টমুন্ড এবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে তবে তারা এমনিতেই আগামীবার চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাবে। সেক্ষেত্রে ছয়ে থাকা ফ্রাঙ্কফুর্ট চ্যাম্পিয়নস লিগে খেলবে।
ইউরোপা লিগে : ফ্রাঙ্কফুর্ট (যদি ডর্টমুন্ড না জেতে), হফেনহেইম।
কনফারেন্স লিগে : হাইডেনহাইম।
অবনমিত হলো : কোলন, ডার্মস্টাট।
*দ্বিতীয় স্তরে তৃতীয় হওয়া দল ডুসেলডর্ফের কাছে প্লে অফে হারলে বোখুমও অবনমিত হবে।
দ্বিতীয় বিভাগ থেকে উঠে এল : সেন্ট পাউলি, হোলস্টাইন কিল।
সিরি আ
চ্যাম্পিয়নস লিগে : ইন্তার মিলান (চ্যাম্পিয়ন), জুভেন্তাস, এসি মিলান, আতালান্তা ও বোলোনা।
ইউরোপা লিগে : রোমা ও লাৎসিও। এছাড়া অপেক্ষায় আছে ফিওরেন্তিনা (যদি কনফারেন্স লিগ জিততে পারে)।
কনফারেন্স লিগে : ফিওরেন্তিনা ও তুরিনো। *ফিওরেন্তিনা কনফারেন্স লিগ জেতা, না জেতার ওপর নির্ভর করছে।
অবমনিত হলো : ফ্রোসিনোনে, সাসুলো ও সালেরনিতানা।
দ্বিতীয় বিভাগ থেকে উঠে এল : পার্মা, কোমো, ভেনেৎসিয়া ও ক্রেমোনেসের মধ্যকার প্লে অফে জয়ী দল।
ফ্রেঞ্চ লিগ
চ্যাম্পিয়নস লিগে : পিএসজি (চ্যাম্পিয়ন), মোনাকো, ব্রেস্ত, লিল।
ইউরোপা লিগে : নিস ও লিওঁ।
কনফারেন্স লিগে : লাঁস।
অবনমিত হলো : লঁরিয়া ও ক্লেম।
*প্লে-অফে হারলে মেস
উঠে এল : অঁসের ও আঁজে।
এমটিআই