ক্রীড়ায় বরাদ্দ বেড়েছে প্রায় ৭ হাজার কোটি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৪, ০৬:১০ পিএম

ঢাকা:  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩ টায় নতুন বাজেট প্রস্তাব পেশ শুরু করে সাড়ে ৪টার দিকে শেষ করেন।

ক্রীড়া খাতে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২ হাজার ২১১ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে এই খাতের জন্য বরাদ্দ ছিল ১ হাজার ৩০৯ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে সেটা বাড়িয়ে করা হয় ১ হাজার ৫২৩ কোটি টাকা। ফলে এবারের ক্রীড়া মন্ত্রণালয়ে বাজেট বেড়েছে প্রায় ৭ হাজার কোটি।

[225058]

যুব ও ক্রীড়া ক্ষেত্র নিয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, 'শারীরিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে ক্রীড়াজগতের উন্নয়ন প্রয়োজন। তাই বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও সংস্কার এবং ক্রীড়া ক্লাবসমূহে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী প্রদান করা হচ্ছে।'

পাশপাশি, খেলোয়াড়দের স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া দল প্রেরণ ও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেয়া হচ্ছে।

অনেক সমস্যা ও প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে চলেছে। গত কয়েক বছরে তরুণরা ক্রীড়াঙ্গনকে বেশ কয়েকটি চিত্তাকর্ষক জয় উপহার দিয়েছে। সবমিলিয়ে এই বরাদ্দ ক্রীড়াখাতের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবীদরা। 

এআর