ঢাকা: ইউরোতে শুভ সূচনা করল স্বাগতিক জার্মানি। অন্যদিকে স্কটল্যান্ড এর আগে ইউরো খেলেছেই মাত্র তিনবার। শক্তিতে দুই দলের ব্যবধান প্রায় আকাশ-পাতাল। সেটা ফুটে উঠল আজ মিউনিখে ২০২৪ ইউরোর উদ্বোধনী ম্যাচেও।
মিউনিখে দশম মিনিটেই স্কটল্যান্ডের জালে প্রথম গোলটা দিয়ে দিল জার্মানি, ১৯ মিনিটে দ্বিতীয়টি, তারপর বিরতির বাঁশি বাজার আগে তিন নম্বর গোল। স্কটল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেল আসলে প্রথমার্ধেই ওই তিন গোল খেয়ে। এই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল তখনই। বাকি ছিল আনুষ্ঠানিকতা। আরও ৪৫ মিনিট পর সেই আনুষ্ঠানিকতা যখন শেষ হলো, ম্যাচের স্কোর লাইন জার্মানি ৫ : ১ স্কটল্যান্ড। স্কটল্যান্ডকে গোলে ভাসিয়েই শুরু হলো তিনবারের চ্যাম্পিয়নদের ইউরো অভিযান।
বড় আসরে কোনো দলের উদ্বোধনী ম্যাচটাই নাকি ওই দলের বাকি ম্যাচগুলোর আত্মবিশ্বাসের যোগান দেয়। তাই যদি হয় তাহলে জার্মানি পরের ম্যাচগুলোতে আত্মবিশ্বাসের টগবগ করার কথা। মিউনিখে আজ একেবারে একতরফা খেলেই তো জিতল ইউলিয়ান নাগলসমানের দল।
শক্তিশালী জার্মানির বিপক্ষে দলকে লো-ব্লকে খেলানোর চেষ্টা করেছেন স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক। তবে সেই চেষ্টায় খুব একটা সফল হননি তিনি। স্কটিশদের রক্ষণ ভাঙতে জার্মানির সময় লাগে মাত্র ১০ মিনিট। জশোুয়া কিমিখের পাস থেকে জার্মানির প্রথম গোলটা করেন লেভারকুসেনের ২১ বছর ৪২ দিন বয়সী মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস।
[225667]
এই গোলেই রেকর্ড বইতেও নাম তুলেন ভির্টৎস। ইউরোর মূল আসরে জার্মানির হয়ে তাঁর চেয়ে কম বয়সে আর কেউ গোল করেননি। ইউরোর উদ্বোধনী ম্যাচে গোল করা তৃতীয় জার্মান ভির্টৎস। এর আগে ১৯৭২ ইউরোর উদ্বোধনী ম্যাচে গোল করেছিলেন গার্ড মুলার, ১৯৮০ ইউরোর প্রথম ম্যাচে কার্ল-হেইঞ্জ রুমেনিগে।
১৯ মিনিটে জার্মানির দ্বিতীয় গোল করেনে বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা। তাঁর বয়স ছিল ম্যাচের দিন ২১ বছর ১০৯ দিন। ইউরোর ইতিহাসে এই প্রথম একই ম্যাচে কোনো দলের ২১ বছর বা এর চেয়ে কম বয়সী দুজন খেলোয়াড় গোল করলেন।
বিরতির ঠিক আগে আগে জার্মান অধিনায়ক ইলকায় গুন্দোয়ানকে ফাউল করে লাল কার্ড দেখেন স্কটল্যান্ডের পর্টেয়াস। পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন কাই হাভার্টজ।
দ্বিতীয়ার্ধে অবশ্য ১০ জন নিয়েও স্কটিশরা বেশ কিছুক্ষণ আটকে রাখে জার্মানদের। তবে শেষ রক্ষা হয়নি। হাভার্টজের বদলি হিসেবে নামার কয়েক মিনিটের মধ্যে গোল করে ব্যবধান ৪-০ করেন নিকলাস ফুলক্রুগ। ৮৭ মিনিটে স্কটল্যান্ডের ম্যাককেন্নার হেড জার্মানির আন্টোনিও রুডিগারের গায়ে লেগে চলে যায় জালে, আত্মঘাতী গোলে ব্যবধান হয় ৪-১। যোগ হওয়া সময় এমরে চানের গোলে ৫-১ করে জার্মানি।
এআর