বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বিদায়

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ১১:১৯ এএম

ঢাকা: ল্যাংটন রুসেরের আঙুল উঠে গেছে। আফগানিস্তান খেলোয়াড়েরা ছুটছেন দিগ্বিদিক। রশিদ খানের চোখে অবিশ্বাস! মোস্তাফিজুর রিভিউ নিয়েছেন, তবে সেদিকে যেন খেয়াল নেই কারও। 

খেয়াল করে লাভও নেই। মোস্তাফিজ এলবিডব্লু। সেমিফাইনালে আফগানিস্তান! রহমানউল্লাহ গুরবাজ কাঁদছেন। চোটের কারণে উইকেটকিপিং থেকে অনেক আগেই উঠে গিয়েছিলেন তিনি। জোনাথন ট্রট ব্যস্ত নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে!

আফগানিস্তান, আফগানিস্তান! ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেছে তারা। বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। 

[226233]

তাদের হারে সেমিফাইনালের আগেই ছিটকে গেল অস্ট্রেলিয়াও। আগামী ২৭ তারিখ ভোরে প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। বিশ্বকাপ সেমিফাইনালে!

অথচ সেমি সেমিতে ওঠার দারুণ সুযোগ ছিল বাংলাদেশেরও। সুযোগটা নিতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।

মঙ্গলবার কিংস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৫ বলে ১০৫ রানে অলয়াআউট হয় বাংলাদেশ। 

এআর