টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যত টাকা পেল ভারত

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০৯:৩৯ এএম

ঢাকা: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গতকাল আইসিসি টি-টোয়েন্টী বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছে ভারত। বার্বাডোজের কেনসিংটন ওভালে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছিল রোহিত শর্মার দল। জবাবে ব্যাট করতে নেমে জয়ুএর আশা জাগিয়েছিল প্রোটিয়ারা। তবে হেইনরিখ ক্লাসেন আউট হওয়ার পরই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় এইডেন মার্করামের দল। শেষ পর্যন্ত ম্যাচটি ৭ রানে জিতে নেয় রোহিত-কোহলিরা।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর দীর্ঘ ১৭ বছর কেটে গেলেও এ ফরম্যাটে চূড়ান্ত সাফল্য পায়নি দলটি। অবশেষে অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে এলো সির আকাঙ্ক্ষিত সেই দিন। একই সঙ্গে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের ১৩ বছর পর ফের বিশ্বকাপ জয় করল ভারত।

চ্যাম্পিয়ন হয়ে যত টাকা পেল ভারত-

এবারের আসরের জন্য বড় অঙ্কের প্রাইজমানির ঘোষণা আগেই দিয়েছিল ভারত। সে অনুযায়ী চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ও ২ কোটি ৪৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পুরস্কার পেয়েছে ভারত। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২০ কোটি ৩৭ লক্ষ টাকা।

[226575]

চ্যাম্পিয়ন হওয়ার প্রাইজমানি ছাড়াও আরও অর্থ পুরস্কার পেয়েছে ভারত। গ্রুপ পর্ব ও সুপার এইট রাউন্ডে প্রতিটি ম্যাচ জয়ের জন্য বোনাস পয়েছে দলগুলি। এবারের আসরে গ্রুপ পর্বে ভারত ৩টি ম্যাচে জয় পেয়েছে। তাদের একটি ম্যাচ বৃষতির কারণে পরিত্যক্ত হয়েছে। এরপর সুপার এইটেও ৩টি ম্যাচে জিতেছে রোহিতের দল।

প্রথম দুই রাউন্ডে প্রতিটি ম্যাচ জয়ের জন্য  ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ লক্ষ টাকা করে পুরস্কার দিয়েছে আইসিসি। সে হিসেবে ৬টি ম্যাচ জিতে আরও প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা পেয়েছে ভারত। সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় মুদ্রায় মোট ২২ কোটি ৬ লক্ষ টাকা পেয়েছে ভারত।

এমএস