ব্যাট হাতে উজ্জ্বল সাকিব বোলিংয়ে নিষ্প্রভ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০১:০০ পিএম

ঢাকা : যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচে দুই রকম অভিজ্ঞতা হলো সাকিব আল হাসানের। ব্যাট হাতে রান করলেও বল হাতে বেশি রান খরচ করেছেন। শেষ পর্যন্ত দলও হেরেছে।

সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স হেরেছে ৬ উইকেটে।

প্রথমে ব্যাট করে সাকিব, আন্দ্রে রাসেল ও ডেভিড মিলারের ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৬৫ রান তোলে নাইট রাইডার্স।

[227174]

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটিতে সাকিব ব্যাটিংয়ে নামেন চার নম্বরে। ২৬ বলে ৩৫ রান করেন সাকিব। তারঁ ইনিংসে ছিল ৬টি চার। নাইটদের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ এসেছে সাকিবের ব্যাট থেকে। এছাড়া আন্দ্রে রাসেল ২৫ বলে অপরাজিত ৪০ রান করেন।

রান তাড়ায় ফিন অ্যালেন ও ম্যাথু শর্টের ঝোড়ো ব্যাটিংয়ে ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইউনিকর্নস। অ্যালেন ৩৭ বলে ৬৩ ও শর্ট ২৬ বলে ৫৮ রান করেন।

ইউনিকর্নস রান তাড়া করতে নামলে সাকিব বোলিংয়ে আসেন চতুর্থ ওভারে। দেন ৮ রান। তবে সাকিবের পরের ওভারে অ্যালেন ৩ ছক্কাসহ তুলে নেন ১৯ রান। দুই ওভারে ২৭ রান দেওয়ার পর সাকিবকে আর বোলিংয়ে আনেননি নাইট রাইডার্স অধিনায়ক সুনীল নারাইন।

এমটিআই