ঢাকা : দেশে চলমান কোটা সংস্কার আন্দোলেনে সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় জাতীয় দলের ক্রিকেটাররা একে একে মুখ খুলতে শুরু করেছেন। তাওহীদ হৃদয়, শরীফুল ইসলামের পর এবার সোশ্যাল সাইটে সরব হলেন নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ নাঈম শেখ। দুজনেই রক্তপাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
নুরুল হাসান সোহান তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, “ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই।”
[227837]
অন্যদিকে নাঈম শেখ লিখেছেন, “ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল সবুজের পতাকা আমার ভাই-বোনদের র*ক্তে আর রক্তিম না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক, তারুণ্য তার প্রাণ ও উদ্যম ফিরে পাক।”
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে গতকাল মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষ ও হামলায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন রয়েছেন। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা ও পুলিশের লাঠিপেটায় আরও পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে গুলিবিদ্ধ রয়েছেন বেশ কয়েকজন।
এমটিআই