প্যারিস অলিম্পিকসে প্রথম বিশ্ব রেকর্ড

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৫, ২০২৪, ০৬:২০ পিএম

ঢাকা: আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠার আগেই একটি বিশ্ব রেকর্ডের স্বাদ পেল প্যারিস অলিম্পিকস। আর্চারির র‌্যাঙ্কিং রাউন্ডে দুই স্বদেশির রেকর্ড একসঙ্গে ভেঙে এই কীর্তি গড়েছেন দক্ষিণ কোরিয়ার লিম শিহন।

এবারের অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার। তবে ফুটবল ও রাগবি শুরু গেছে বুধবার। আর বৃহস্পতিবার শুরু হয়েছে আর্চারি পর্ব।

[228075]

মেয়েদের রিকার্ভের এককে প্রথম দিনেই ৬৯৪ পয়েন্ট করে রেকর্ডটি গড়েন লিম। ভেঙে দেন ২০২০ টোকিও অলিম্পিকসে গড়া আন শানের ৬৮০ ও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে কাং চেইয়োং ৬৯২ পয়েন্টের আগের বিশ্ব রেকর্ড।

দলগত বিভাগেও একটি রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। ২ হাজার ৪৬ পয়েন্ট তুলে নিজেদের অলিম্পিক রেকর্ড গড়েছে তারা।

এআর