পিসিবির জন্য ৭ কোটি ডলার অনুমোদন দিচ্ছে আইসিসি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২, ২০২৪, ১২:৫১ পিএম

ঢাকা: আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে। যদিও বেঁকে বসেছে ভারত। তাই আদৌ এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত আয়োজন করতে পারবে কি না পাকিস্তান সেটা সময়ই বলে দেবে। 

তবে আনুষ্ঠানিকতা সেরে রাখছে আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ৭ কোটি ডলার অনুমোদন দিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮২২ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকা প্রায়।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইসিসির অর্থ ও বাণিজ্যিক কমিটির সভায় এই অর্থ অনুমোদন দেওয়া হয়। সভা পরিচালনা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জয় শাহ।

[228641]

সূত্র জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি-মার্চের এই আসরের জন্য আনুমানিক বাজেট দেওয়া হয়েছে ৭ কোটি ডলার। সঙ্গে অতিরিক্ত খরচ হিসেবে ৪৫ লাখ ডলার রিজার্ভ রাখা হয়েছে।

অতিরিক্ত বাজেট রাখার কারণও জানিয়েছে সূত্র। এক্ষেত্রে বলা হয়েছে, ভারত এখনো পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। যদি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত দল পাকিস্তানে খেলতে না যায়, তাহলে অন্য কোনো দেশে ভারতের ম্যাচগুলো পরিচালনা করা হবে। তখন যে অর্থ খরচ হবে সেটি অতিরিক্ত বাজেট থেকে দেওয়া হবে।

এআর