কাজী সালাউদ্দিন

খেলোয়াড়রা বলে আপনি থাকার কারণেই আমাদের গাড়ি-বাড়ি আছে

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৭:৫৩ পিএম

ঢাকা: বাফুফের পরবর্তী নির্বাচন আগামী ২৬ অক্টোবর। এর আগে কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলনে নেমেছে সমর্থকদের গ্রুপ ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস।’ তবে বাফুফে সভাপতি পদত্যাগ করছেন, বরং আগামী নির্বাচনেও দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

জবাবে অবশ্য অন্য অনেকবারের মতোই তার নিয়মিত লিগ মাঠে রাখা, জাতীয় দলকে বিভিন্ন দেশে ক্যাম্পে পাঠানো আর সাম্প্রতিক সময়ে জাতীয় দলের সাফল্যের কথা বলেছেন কাজী সালাউদ্দিন। তার সময়ে খেলোয়াড়দের আর্থিক অবস্থার পরিবর্তনের কথাও এসেছে। 

আর ব্যর্থতা? সেখানেও অন্য অনেকবারের মতোই দায়গুলো তুলে দিলেন অন্য অনেক ফ্যাক্টরের ওপর। বয়সভিত্তিক ও নারী ফুটবল লিগে ক্লাবগুলো খেলতে না চাওয়া, সরকারের দিক থেকে অর্থ ছাড় না পাওয়া, বেসরকারি কোনো বিনিয়োগকারী না পাওয়া…পুরোনো কথাগুলোই বলেছেন বাফুফে সভাপতি।

সাফল্যের ফিরিস্তি দেওয়ার শুরুতেই কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমি আসার আগে…আমি আসছি কেন? কারণ আমার এখানে লিগ হতো না। এক বছর লিগ হলে তিন বছর লিগ হয় না। আমি এখানে ১৫ বছর ননস্টপ লিগ হয়েছে। সব খেলোয়াড়েরা ঠিকমতো টাকা পাচ্ছে, খেলোয়াড়েরা আমাকে বলে যে– আপনি থাকার কারণে আমরা বেঁচে আছি, আমাদের গাড়ি-বাড়ি আছে।’

[229607]

এর বাইরে ক্লাব ফুটবলে ও জাতীয় দলের সাম্প্রতিক উন্নতির কথাও বলেছেন বাফুফে সভাপতি, ‘গত বছর বসুন্ধরা এএফসি কাপে রেফারির একটা ভুলের কারণে ফাইনাল (নকআউট পর্বে) খেলতে পারেনি। তার মানে আমরা ওই পর্যায়ে খেলছি। সর্বশেষ সাফে আমরা কুয়েত, লেবানন- এদের সঙ্গে খেলেছি। পাশাপাশি মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে। আগে তো ১০ গোল, ৮ গোল, ৭ গোল খেত, এখন প্রতিদ্বন্দ্বীতা করতেছে।’

গত কয়েক বছরে বাফুফের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে উঠেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার। এখনো সেটি শেষ হওয়ার নামগন্ধ নেই। সে প্রসঙ্গ টেনে এনে কাজী সালাউদ্দিন বলেন, ‘আমার চার বছর ধরে স্টেডিয়াম নাই। আরেকজনের ধার করা স্টেডিয়ামে জাতীয় দলকে খেলাই। জাতীয় দলকে অনুশীলনের জন্য পাঠাই কাতার, সৌদি আরব, আবুধাবি। 

মেয়েদের দলকে জাপান, কোরিয়া পাঠাই। আগে তো মেয়েদের দলই ছিল না। বিএফএফ হাউজে ন্যাশনাল টিম বানিয়ে সাউথ এশিয়া চ্যাম্পিয়ন করেছি। একাডেমি শুরু করেছি। করি নাই কী! প্লাস আমার কোনো ফান্ড নাই গর্ভমেন্ট থেকে।’

এরপর সমালোচনাকারীদের উদ্দেশে বলেছেন, ‘বসে থেকে তো অনেক কিছুই বলা যায়। এটা হয় নাই, সেটা হয় নাই। কিন্তু দেখেন আমি কী করেছি। আমার স্টেডিয়াম নাই, কিন্তু চার বছরে লিগ তো বন্ধ থাকে নাই। ঢাকার বাইরে লিগ হয়েই গেছে। আর যারা বলতেসে, তারা কী করেছে আমাকে একটা এক্সাম্পল দেখান… আমার এখানে ইটা মারা ছাড়া!’

এআর