ঢাকা: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট শুরু বুধবার (২১ আগষ্ট) থেকে। অথচ ম্যাচের ৪০ ঘন্টা আগেই একাদশ ঘোষণা করেছে বাবর আজমরা।
একাদশে ওপেনিংয়ে আব্দুল্লাহ শফিকের সঙ্গে নামবেন সাইম আইয়ূব। দলটির একাদশে নেই কোন বিশেষজ্ঞ স্পিনার। বরং চার পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
[230074]
স্বাগতিকদের একাদশে জায়গা পেয়েছেন স্পিন অলরাউন্ডার সালমান আলী আঘা। মূলত ব্যাটিং অলরাউন্ডার তিনি। ১২ টেস্ট খেলে মাত্র ১৮৩ ওভার বোলিং করেছেন আঘা। অর্থাৎ ম্যাচ প্রতি ১৫ ওভার করে বোলিং করেছেন। উইকেট নিয়েছেন ১২টি।
পাকিস্তানের একাদশে থাকা চার পেসার হলেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী। এর মধ্যে নাসিম শাহ ১৭ টেস্ট খেলেছেন। ২৪ বছরের খুররম দ্বিতীয় ও ৩১ বছরের মোহাম্মদ আলী তৃতীয় টেস্ট খেলতে নামবেন।
পাকিস্তানের একাদশ:
আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ূব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সূদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ, মোহাম্মদ আলী।
এআর