বড় অঙ্কের বোনাস পাচ্ছেন শান্ত-মুশফিকরা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৮:৪০ পিএম

ঢাকা: পাকিস্তানে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে অবিস্মরণীয় সিরিজ জিতে বিসিবির কাছ থেকে মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা। সব মিলিয়ে টাকার অঙ্কটা ৩ কোটি ২০ লাখ।

আগামীকাল বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ দলের ক্রিকেটারদের হাতে বিসিবির পক্ষে এই বোনাস তুলে দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বিসিবি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের বোনাস দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়াটা অবশ্য নতুন কিছু নয়। এই রীতি চলে আসছে অনেক আগে থেকেই। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিং অনুযায়ী একেক দলকে হারালে একেক অঙ্কের অর্থ বোনাস পান খেলোয়াড়েরা। স্বাভাবিকভাবেই টেস্ট জয়ের বোনাস সবচেয়ে বেশি। সিরিজ জিতলে যোগ হয় বাড়তি বোনাস।

গত জুনে সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসানের শেষ বোর্ড সভায় বোনাসের অঙ্ক বাড়ানোর পর বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ১ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে টেস্ট জয়ের জন্য ১৫ সদস্যের দলের প্রত্যেক ক্রিকেটার বোনাস পান ৪ লাখ টাকা।

[231902]

সিরিজ জয়ের জন্য বোনাস আরও ৪ লাখ টাকা করে। পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট জেতায় শুধু টেস্ট ম্যাচ জয়ের জন্যই প্রত্যেক ক্রিকেটারের বোনাস পাওয়ার কথা ৮ লাখ টাকা। সঙ্গে সিরিজ জয়ের বোনাস যোগ হয়ে খেলোয়াড়প্রতি বোনাস হওয়ার কথা ১২ লাখ টাকা করে।

তবে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর বিসিবি ঘোষণা দেয়, ১০ উইকেটে জেতা ওই টেস্টের বোনাস দ্বিগুণ করে দেওয়া হবে। অর্থাৎ শুধু প্রথম টেস্ট জয়ের বোনাসই এখন ৮ লাখ টাকা। অর্থাৎ পাকিস্তান সিরিজের দলের ক্রিকেটার সংখ্যা ১৫ জন হলে একেকজন ক্রিকেটারের উইনিং বোনাস পাওয়ার কথা ১৬ লাখ টাকা করে।

১৫ জনের দলের জন্য উইনিং বোনাসের মোট অঙ্কটা দাঁড়ায় ২ কোটি ৪০ লাখ টাকা। তবে পাকিস্তান সিরিজের দলে খেলোয়াড়সংখ্যা ১৬ জন থাকায় এই ২ কোটি ৪০ লাখ টাকা ভাগ হবে সব ক্রিকেটারের মধ্যে। তার মানে উইনিং বোনাস হিসেবে প্রত্যেক ক্রিকেটার পাবেন ১৫ লাখ টাকা করে।

সঙ্গে যোগ হবে ফারুক আহমেদের বোর্ডের দেওয়া বিশেষ বোনাসও। পুরো দলের জন্য সেটি ৮০ লাখ টাকা বলে জানা গেছে। ক্রিকেটার প্রতি বোনাস দাঁড়াবে তাতে ২০ লাখ টাকা করে। সব মিলিয়ে শুধু খেলোয়াড়েরাই পাকিস্তান সফরের উইনিং বোনাস হিসেবে পাবেন ৩ কোটি ২০ লাখ টাকা। বোনাসা থেকে অবশ্য কেটে রাখা হবে আয়করের টাকা।

উইনিং বোনাস পাবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের অন্য সদস্যরাও। তবে তাদের বোনাসের টাকা ক্রিকেটারদের চেয়ে কম। কোচদের কার কত উইনিং বোনাস, সেটি উল্লেখ আছে বিসিবির সঙ্গে তাদের চুক্তিতে। সে অনুযায়ী প্রতিটি টেস্ট জয়ের জন্য দেড় থেকে দুই হাজার ডলার করে বোনাস পাওয়ার কথা তাদের। আলাদা বোনাস পাবেন সিরিজ জয়ের জন্যও।

এআর