ভারতের লিড তিনশ ছাড়িয়ে, হার দেখছে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৬:০২ পিএম

ঢাকা: প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার বাংলাদেশকে ১৪৯ রানে গুটিয়ে দেয় ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ভারত দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ৮৩ রান করে। 

আউট হয়ে গেছেন রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল ও বিরাট কোহলি। ৩৩ রান নিয়ে উইকেটে আছেন শুবমান গিল। তার সঙ্গী ঋষভ প্যান্টের রান ১২। বাংলাদেশের পক্ষে উইকেট তিনটি নিয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।

[232401]

দিন শেষে ভারত এগিয়ে আছে ৩০৮ রানে। চেন্নাই টেস্টের মাত্র দুদিনেই ফলাফল ঝুঁকে পড়েছে ভারতের দিকে। স্বাগতিকদের শক্তিশালী বোলিংয়ে চতুর্থ ইনিংসে এই রান তাড়া করাও যেখানে অসম্ভব। 

এদিকে দিনের শেষ দিকে আউট হন কোহলি। প্রথম ইনিংসে হাসান মাহমুদের শিকার হওয়ার আগে করতে পেরেছিলেন মাত্র ৬ রান। দ্বিতীয় ইনিংসেও বড় ইনিংস খেলতে পারলেন না। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে কোহলি আউট হলেন ১৭ রান করে। এছাড়া জয়সওয়াল ১০ আর রোহিত ৫ রান করে বিদায় নেন। 

এআর