লড়াইয়ের আশায় বাংলাদেশ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:০৯ এএম

ঢাকা : প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় চেন্নাই টেস্ট থেকে প্রায় ছিটকেই গেছে বাংলাদেশ। ম্যাচ জেতার জন্য তাদের লক্ষ্য এখন ৫১৫ রানের। তৃতীয় দিন শেষে তারা করেছে ৪ উইকেটে ১৫৮ রান। বাকি ৬ উইকেটে আরও ৩৫৭ রানের লক্ষ্যে রোববার (২২ সেপ্টেম্বর) মাঠে নামছে তারা।

পঞ্চাশ ছুঁয়ে ৬০ বলে ৫১ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গ দেবেন ১৪ বলে ৫ রানে থাকা সাকিব আল হাসান।

ভারতকে ৩৭৬ রানে অলআউট করার পর প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরে ৪ উইকেটে ২৮৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা দেয় ভারত। বাংলাদেশের সামনে দাঁড়ায় প্রায় অসম্ভব এক লক্ষ্য।

[232535]

আলোকস্বল্পতায় শনিবার (২১ সেপ্টেম্বর) শেষ দিকে ৪০ মিনিট আগে বন্ধ হয়ে যায় খেলা। রোববারের আবহাওয়ার পূর্বাভাসেও রয়েছে বৃষ্টির শঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস: ৩৭৬

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯

ভারত ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৮৭/৪ ডিক্লে.

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৫) ৩৭.২ ওভারে ১৫৮/৪ (জাকির ৩৩, সাদমান ৩৫, শান্ত ৫১*, মুমিনুল ১৩, মুশফিক ১৩, সাকিব ৫*; বুমরাহ ৭-২-১৮-১, সিরাজ ৩.২-১-২০-০, আকাশ ৬-০-২০-০, অশ্বিন ১৫-০-৬৩-৩, জাদেজা ৬-০-২৯-০)

এমটিআই