ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারালেন নীড়, রাজীবের ওয়াকওভার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৯:০৭ পিএম

ঢাকা: শেষ পর্যন্ত ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার নাবাতি তাভিরকে ওয়াকওভার দিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।  

রাজীব আগেই ঘোষণা দিয়েছিলেন, ইসরায়েলের বিপক্ষে খেলবেন না। ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে তিনি ইসরায়েলকে বয়কট করেছেন। তবে তার এই সিদ্ধান্তে ক্ষতি হয়েছে বাংলাদেশের।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ব্যবস্থা নেবেন ফেডারেশন কর্মকর্তারা, আগেভাগে এমন সতর্কতার পরও রাজীব না খেলার সিদ্ধান্তে অটল থাকেন।

[232634]

এদিকে হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডের দশম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ৩-১ গেম পয়েন্টে ইসরায়েলের কাছে এবং বাংলাদেশ মহিলা দল ৩.৫-০.৫ গেম পয়েন্টে নরওয়ের কাছে হেরে গেছে।

তবে দশম রাউন্ডের খেলায় বাংলাদেশ দলের ফিদেমাস্টার মনন রেজা নীড় ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোস্টেইন আইডোরকে পরাজিত করেন। 

দশম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ মহিলা দল ১১ পয়েন্ট এবং বাংলাদেশ ওপেন দল ১০ খেলায় ১০ পয়েন্ট অর্জন করেছে। রোববার রাতে শেষ রাউন্ডে বাংলাদেশ ওপেন বিভাগে দক্ষিণ কোরিয়ার সাথে ও মহিলা দল বেলজিয়ামের সাথে খেলবে।

এআর