কানপুর টেস্টের দ্বিতীয় দিনও ভেসে গেল বৃষ্টিতে

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৩:১৫ পিএম

ঢাকা: বৃষ্টিতে ভেসে গেল কানপুর টেস্টের দ্বিতীয় দিন। আগের রাত থেকে ঝরতে থাকা বৃষ্টির কারণে শনিবার একটি বলও খেলা সম্ভব হলো না। চা বিরতির নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে দিনের খেলা সমাপ্তির ঘোষণা দেন আম্পায়াররা।

এর আগে বৃষ্টির বাগড়ায় প্রথম দিনে খেলা হয় মাত্র ৩৫ ওভার, ৩ উইকেট হারায় বাংলাদেশ। আশার প্রতীক হয়ে একপ্রান্ত আগলে রাখেন মুমিনুল হক, আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে সঙ্গ দেন মুশফিকুর রহিম।

[233034]

বৃষ্টির দাপট কমলে তৃতীয় দিন সকালে ৩ উইকেটে ১০৭ রানে খেলা শুরু করবেন মুশফিক ও মুমিনুল। ৭ চারে ৮১ বলে ৪০ রান করেছেন মুমিনুল। ১৩ বলে ৬ রান মুশফিকের। দুজনের অবিচ্ছিন্ন জুটি ২৭ রানের।

দুই দিনের ক্ষতি পুষিয়ে নিতে রোববার ত্রিশ মিনিট আগে অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে খেলা। এক মুহূর্তে বৃষ্টি, পরমুহূর্তে নেই- কানপুরের মাঠকর্মীদের রীতিমতো দ্বিধায় ফেলে দেয় বেরসিক আবহাওয়া।  

এআর