আর্থিক পুরস্কার ফেরত নিয়ে ক্রিকেটারদের জরিমানার দাবি রোমান সানার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৭:৫১ পিএম

ঢাকা: এমন টেস্টও কেউ হারে। ভারতের বিপক্ষে টাইগাররা কানপুর টেস্ট হেরে গেছে আড়াই দিনেরও কম সময়ে। বাংলাদেশের সমর্থকদের জন্য এটা অপ্রত্যাশিত ও হতাশার।

তবে খেলাধুলায় এমনটা হতেই পারে। হারজিৎ মেনে নেওয়ার মানসিকতাই ক্রীড়ার সবচেয়ে বড় স্লোগান। দেড় মাস আগে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে, এবার ভারতের কাছে সিরিজ হারলো।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার পর ক্রিকেট দলকে পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাফল্যে বাংলাদেশের ক্রীড়া দল কিংবা ক্রীড়াবিদকে পুরস্কার দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। সেটা কেবল ক্রিকেট বা ফুটবলেই নয়, সব খেলাতেই সাফল্যের পুরস্কার পান ক্রীড়াবিদরা; দলীয় খেলায় কিংবা ব্যক্তিগত খেলায়।

[233391]

তবে এক অদ্ভুত দাবি তুলেছেন দেশেরই তারকা আরচার রোমান সানা। যিনি নিজেও সাফল্য দেখিয়ে পুরস্কার জিতেছেন। আবার পরে চরমভাবে ব্যর্থ হয়ে জাতীয় দল থেকেই বাদ পড়েছেন।

দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ হয়েছিলেন শৃঙ্খলা ভেঙে। সেই রোমান সানা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে পাওয়া পুরস্কার ক্রিকেটারদের কাছ থেকে ফেরত আনার দাবি তুলেছেন।

কেবল দেওয়া পুরস্কার ফেরতই চাননি, ভারতের কাছে দুই দিনে টেস্ট হারার জন্য জরিমানাও করতে বলেছেন। কিছুক্ষণ আগে তিনি এই দাবি তুলেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে।

সেখানে রোমান সানা লিখেছেন, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর পুরস্কার দেওয়া ৩ কোটি ২০ লাখ টাকা এখন ফেরত নেওয়া হোক। সঙ্গে দুই দিনে ম্যাচ হারার জন্য আরো ৩ কোটি টাকা জরিমানা করা হোক।’

এআর