আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের লেগ-স্পিনার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০৬:৫৩ পিএম

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার উসমান কাদির। বৃহস্পতিবার নিজের সামাজিক মাধ্যমের এক পোস্টে এ ঘোষণা দেন পাকিস্তানি লেগ-স্পিনার।

উসমান কাদির তার কোচ, সতীর্থ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের বিষয় ছিল। কোচ ও বন্ধুরা প্রতিটি ধাপে আমাকে যেভাবে গাইড করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আর ভক্তদের ভালোবাসা ও সমর্থন সবসময় আমার সঙ্গে ছিল।

উসমান কাদির জানিয়েছেন, তিনি অবসর নেওয়ার পরেও তার বাবা কিংবদন্তি লেগ-স্পিনার আব্দুল কাদিরের ঐতিহ্য ধরে রাখবেন। 

[233587]

তিনি বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নিলেও বাবার ঐতিহ্য এগিয়ে নিয়ে যাব। পাকিস্তান ক্রিকেটের চেতনা সবসময় আমার সঙ্গে থাকবে’।

এই ঘোষণার মাধ্যমে উসমান কাদির তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানলেন এবং তার বাবার নামে ক্রিকেটে অবদান রেখে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন।

৩১ বছর বয়সি উসমান কাদির পাকিস্তান জাতীয় দলের হয়ে একটি মাত্র ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন। এর মধ্যে টি-টোয়েন্টিতে ১৮.৫ গড়ে এবং ৭.৯৫ ইকোনমিতে ৩১টি উইকেট দখল করলেও একমাত্র ওয়ানডেতে তার উইকেট সংখ্যা একটিই। 

এআর