ম্যাচের আগের দিন ছুটি নিয়েই ভাবছেন আর্শদীপ সিং

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৮:৩৯ পিএম

ঢাকা: বাংলাদেশ-ভারত আগামীকালের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে যা-ই জিজ্ঞেস করা হোক না কেন, অর্শদীপের উত্তর একটাই-‘আজ আমার ছুটির দিন। আমি বেশি দূর ভাবতে চাই না। ম্যাচের সময় পরিস্থিতি বুঝে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’

ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন থাকায় পেসারদের কেউই আজ মাঠে আসেননি। অর্শদীপেরও আসার কথা ছিল না। স্টেডিয়ামের পাশেই এক অনুষ্ঠানে আসায় শুধু সংবাদ সম্মেলন করতেই মাঠে আসেন এই তরুণ পেসার।

অর্শদীপের ‘মুড’ বদলে যায় দিল্লির মাঠে সর্বশেষ আইপিএলের রেকর্ড শুনে। ২০২৪ আইপিএলের ৫ ম্যাচের মধ্যে ১০ ইনিংসে ২০০-এর বেশি রান হয়েছে ৮ ইনিংসে, একটিতে হয়েছে ১৯৯ রান। এমন বড় রানের ম্যাচের আগে বোলার হিসেবে কী ভাবছেন অর্শদীপ?

[234013]

প্রশ্নটা শুনে ওই বারবার বলা কথাটাই আরও একবার বললেন অর্শদীপ, ‘এবারের আইপিএলে এ মাঠে আমাদের কোনো ম্যাচ ছিল না। কিন্তু এখানে ওই রকম রান হয়েছে শুনে আমি আর উইকেট দেখতে চাইছি না। কাল আসব, কোচরা যা পরিকল্পনা দেবেন, সেটা শুনব। মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’ পরে হাসতে হাসতে যোগ করলেন, ‘আপনি তো ভয় পাইয়ে দিলেন। ম্যাচ নিয়ে আজ ভাবতেই চাইনি। আমার ছুটির দিন ছিল আজ।’

শুধু ক্রিকেট নয়, অর্শদীপের জীবনের মন্ত্রও বর্তমানে বাঁচা। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমার জীবনের মন্ত্র হলে বর্তমান উপভোগ করা। আজ আমার বিশ্রামের দিন। আমি আজকের দিনটা উপভোগ করতে চাইব। কালকেরটা কাল দেখব। বিশ্বকাপ আরও দুই বছর পর। অনেক দূরের ব্যাপার। এত দূরে আমি চিন্তা করতে চাই না। এই চিন্তা অন্যদের (হাসি)।’

গত ৩ বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন অর্শদীপ। বাংলাদেশ সিরিজে ভারতীয় দলে অন্য পেসারদের তুলনায় অর্শদীপই অভিজ্ঞ। দলের পেস বোলিং আক্রমণের ভবিষ্যতের নেতা ধরা হয় এই বাঁহাতি পেসারকে।

এআর