ব্রুকের তিনশ, রুটের ডাবল সেঞ্চুরিতে রানের এভারেস্ট গড়ল ইংল্যান্ড

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৩:২৭ পিএম

ঢাকা: পাকিস্তানের মাটিতে এক ইনিংসেই ইতিহাস গড়েছে ইংল্যান্ড। রীতিমতো রানের এভারেস্ট গড়ে ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা। পাকিস্তান পিছিয়ে ২৬৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে পাকিস্তান।

হ্যারি ব্রুককে কেউ থামাতে পারবেন বলে মনে হচ্ছিল না। ইংল্যান্ড অধিনায়ক পোপের ইনিংস ঘোষণাই হয়তো ব্রুকের ইনিংস থামাতে পারছেন। তবে শেষ পর্যন্ত ব্রুক নিজেই থামলেন। মুলতানে তার আগে উপহার দিলেন ৩১৭ রানের মহাকাব্যিক ইনিংস।

ক্যারিয়ারে এটিই ব্রুকের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন এই ব্যাটসম্যান। দেশটির হয়ে সর্বশেষ ৩০০ করেছিলেন গ্রাহাম গুচ, ৩৪ বছর আগে। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গুচ।

টেস্ট ক্রিকেটে এখন ট্রিপল সেঞ্চুরি হয় কালেভদ্রে। সর্বশেষ হয়েছে ২০১৯ সালে। মজার ব্যাপার হলো, সেটিও এই পাকিস্তানের বিপক্ষে। অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। অর্থাৎ, এই দশকে এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি।

ব্রুক পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি ছুঁয়েছেন ৩১০ বলে, যা দ্বিতীয় দ্রুততম। টেস্টে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ২০০৮ সালে চেন্নাইয়ে ২৭৮ বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০০ ছুঁয়েছিলেন শেবাগ। 

[234151]

পাকিস্তানের বিপক্ষে ব্রুক টেস্ট খেলেছেন ৪টি। সেঞ্চুরি করেছেন সব কটিতে, যার একটি ট্রিপল সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে খেলা নিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানের ইনিংসও আছে তার।

প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ওলি পোপ ছাড়া ইংল্যান্ডের সব ব্যাটারই সফলতার দেখা পেয়েছেন। পাকিস্তানের রান পাহাড় টপকে যেতে ইংল্যান্ডকে দারুণ সাহায্য করেছে জ্যাক ক্রলি এবং বেন ডাকেটের আক্রমণাত্মক ইনিংস। এ দুজনই খেলেছেন ওয়ানডে মেজাজে, ক্রলি ৮৫ বল খেলে ৭৮ রান করে আউট হন, ডাকেট আউট হন ৭৫ বলে ৮৪ রান করে।

এরপর বাকি কাজটুকু করেছেন জো রুট এবং এবং হ্যারি ব্রুক। ৩ উইকেটে ৪৯২ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। তৃতীয় দিনশেষে ১৭৬ রানে অপরাজিত থাকা জো রুট আজ দিনের শুরুতেই নিজের দ্বিশতক তুলে নেন। এরপরই পাকিস্তানের দলীয় সংগ্রহও ছাড়িয়ে যায় ইংল্যান্ড।

এদিকে রুটের সঙ্গে আজ চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামেন ১৪১ রানে অপরাজিত থাকা হ্যারি ব্রুক। তিনিও দিনের শুরুতেই পেরিয়ে যান দেড়শ রানের ব্যক্তিগত মাইলফলক। এরপর দ্রুতই তুলে নেন দ্বিশতক।

জোড়া দ্বিশতকের পর রুট-ব্রুক দুজনই খেলেছেন আক্রমণাত্মক মেজাজে। ফলে ইংল্যান্ডের দলীয় সংগ্রহও বেড়েছে হু হু করে। মধ্যাহ্নবিরতর আগেই রুট ছাড়িয়ে যান ব্যক্তিগত আড়াইশ রানের মাইলফলক। বিরতি থেকে ফেরার পর নিজের ক্যারিয়ার সেরা ২৬২ রানের ইনিংস খেলে আগা সালমানের বলে লেগ বিফোর উইকেট হয়ে আউট হন রুট।

এদিকে রুট ফেরার পরই তিনশ রানের মাইলফলক স্পর্শ করেন হ্যারি ব্রুক। মুলতানে রুট-ব্রুক মিলে চতুর্থ উইকেট জুটিতে গড়েছেন ৪৫৪ রানের জুটি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ উইকেটে সবথেকে বেশি রানের জুটি এটিই। একই সঙ্গে সাদা পোশাকে যে কোনো উইকেটে সবথেকে বেশি রানের জুটির তালিকায় এটি আছে ৪ নম্বরে। পাকিস্তানের বিপক্ষেও কোনো দলের সবথেকে বেশি রানের জুটি এটিই।

এআর