ঢাকা : টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস খেলার দিন চোখেমুখে হাসির ঝলক থাকার কথা ছিল তাওহিদ হৃদয়ের। কারণ, ভারতের বিপক্ষে কালই ৬৩ রানের ইনিংসটি উপহার দেন এই তরুণ। অথচ রাজীব গান্ধী স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আসা তাওহিদ হৃদয়ের চোখমুখ জুড়ে অন্ধকার।
হতাশার কারণটা অবশ্য সবার জানা। ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। হারের ব্যবধানটা ১৩৩ রানের। এমন হারের পর হতাশায় তাওহিদ হৃদয় অকপটে মেনে নিলেন নিজেদের ব্যর্থতা। সেই সঙ্গে জানিয়ে গেলেন বাংলাদেশের শেখার আছে অনেক কিছু।
[234337]
ভারতের কাছে হোয়াইটওয়াশের পর তাওহিদ হৃদয় বলেন, 'ব্যাটিংয়ের জন্য উইকেটটা ভালো ছিল। কিন্তু, আমরা তো বল ভালো করিনি। শুধু বল না, ব্যাটিংও ভালো করিনি পুরো সিরিজে। আমাদের কিছু জায়গায় ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। ওরা অনেক ভালো ব্যাটিং করেছে। আমরা আরও ভালো করতে পারতাম।’
এরপর মিডল অর্ডার এই ব্যাটার বলেন, 'প্রতিটা দলেই টপ অর্ডার থেকে রান হয়। সেখানে রান এলে ইনিংস বড় হয় স্বাভাবিকভাবেই। টপ ফোর থেকে যদি বড় রান আসে, তাহলে রান ১৮০ হয়। আমাদের সবকিছু মিলিয়ে অনেক জায়গা আছে উন্নতির। এই সিরিজে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। আশা করি সেটা করতে পারব।’
এমটিআই