মিরাজ-জাকেরের রেকর্ড জুটিতে লিডের দুয়ারে বাংলাদেশ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ১২:৫৫ পিএম

ঢাকা : দিনের শুরুতেই দ্রুত ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি। প্রথম সেশনের বাকি সময়ে আর উইকেট পড়তে দেননি তারা। রেকর্ডগড়া জুটিতে দলকে লিড এনে দেওয়ার দুয়ারে দুজন।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৬৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে আর ১ রান পিছিয়ে স্বাগতিকরা। সকালের সেশনে ৩৫.৫ ওভারে তারা করেছে ১০০ রান।

দিনের পঞ্চম ওভারে কাগিসো রাবাদার তিন বলের মধ্যে ড্রেসিং রুমে ফেরেন দুই সেট ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন কুমার দাসও।

পরে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন মিরাজ ও অভিষিক্ত জাকের। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে বাংলাদেশের রেকর্ড জুটি।

ক্যারিয়ারের নবম ফিফটি করে ১০৭ বলে ৫৫ রানে অপরাজিত মিরাজ। ৭১ বলে ৩০ রানে খেলছেন জাকের। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৮৯ রান।

[235233]

চাপের মুখে মিরাজের ফিফটি : সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এক ধাপ প্রমোশন পেয়ে পাকাপাকিভাবে সাত নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয়বার সুযোগ কাজে লাগালেন স্পিন অলরাউন্ডার।

চাপের মুখে দারুণ ব্যাটিংয়ে চলতি টেস্টে বাংলাদেশের প্রথম ফিফটি করলেন মিরাজ। টেস্ট ক্যারিয়ারের নবম পঞ্চাশ ছুঁতে ৯৪ বলে ৭ চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি।

৫৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৯৫ রান। ৬০ বলে ২৯ রানে অপরাজিত জাকের আলি। দুজনের সপ্তম উইকেট জুটির সংগ্রহ ৮৩ রান।

মিরাজ-জাকের জুটির পঞ্চাশ : চাপের মুখে লড়ছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি।

মিরাজ ৬৮ বলে ৪১ ও জাকের ৪২ বলে ২১ রানে অপরাজিত। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৬৪ রান।

আগের সেরা জুটি ছিল ৫০ রানের। ২০১৭ সালে ব্লুমফন্টেইন টেস্টে গড়েছিলেন লিটন দাস ও তাইজুল ইসলাম।

৫২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৭৬ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে ২৬ রানে পিছিয়ে তারা।

প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ : নতুন দিনের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেশনের পানি বিরতির আগে ১৬.৫ ওভারে মাত্র ৩০ রান করতে ৩ উইকেট হারাল তারা।

দিনের পঞ্চম ওভারে কাগিসো রাবাদার তিন বলের মধ্যে ড্রেসিং রুমে ফেরেন দুই সেট ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন কুমার দাসও।

আপাতত ঘুরে দাঁড়ানোর অভিযানে লড়ছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি।

৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩১ রান। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন আরও ৭১ রান।

মিরাজ ৩৭ বলে ১২ ও জাকের ২৫ বলে ৬ রানে অপরাজিত।

[235219]

রিভিউ নিয়ে লিটনকে ফেরাল দক্ষিণ আফ্রিকা : কেশাভ মহারাজের স্টাম্পে পিচ করে টার্নে বেরিয়ে যাওয়া ডেলিভারি রক্ষণাত্মক খেলার চেষ্টা করলেন লিটন কুমার দাস। কিন্তু পারলেন না। ব্যাটের ওপরের অংশ ছুঁয়ে বল জমা পড়ল কাইল ভেরেইনার গ্লাভসে।

জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার। মহারাজের আত্মবিশ্বাস দেখে শেষ মুহূর্তে রিভিউ নেন এইডেন মার্করাম। রিপ্লে দেখে ব্যাটে কানায় ছুঁয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হন থার্ড আম্পায়ার। বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত।

১৫ বলে ৭ রান করে ফেরেন লিটন। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি।

৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১২ রান। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন আরও ৯০ রান।

জয়ের পর মুশফিকের বিদায় : একই ওভারে দুই সেট ব্যাটসম্যানের বিদায়ঘণ্টা বাজালেন কাগিসো রাবাদা। ফুল লেংথ ডেলিভারি ভুল লাইনে খেলে বোল্ড হয়ে গেলেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়বারও তাকে ফেরালেন রাবাদা।

৩ চারে ৩৯ বলে ৩৩ রান করেন মুশফিক। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস।

৩২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০৬ রান।

জয়কে ফেরালেন রাবাদা : নতুন দিনের সকালে বেশিক্ষণ টিকতে পারলেন না মাহমুদুল হাসান জয়। পঞ্চম ওভারে কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বল দূর থেকে খেলার চেষ্টায় স্লিপে ক্যাচ দিলেন তরুণ ওপেনার।

৫ চারে ৯২ বলে ৪০ রান করেন জয়। তার বিদায়ে ভাঙে ৪৬ রানের চতুর্থ উইকেট জুটি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন কুমার দাস। মুশফিকুর রহিম ৩৮ বলে ৩৩ রানে অপরাজিত।

৩১.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৫ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে ৯৭ রানে পিছিয়ে তারা।

দুইশ রানের লক্ষ্য দেওয়ার আশায় বাংলাদেশ :  প্রথম ইনিংসে বড় লিড হজম করে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে লড়ছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের পাল্টা আক্রমণ ও মাহমুদুল হাসান জয়ের সহজাত ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের শেষভাগে মিলেছে ইতিবাচক কিছুর আশা।

দ্বিতীয় দিন শেষেও অবশ্য ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ। ৩ উইকেটে ১০১ রান নিয়ে বুধবারের খেলা শুরু করবে তারা। জয় ৮০ বলে ৩৮ ও মুশফিক ২৬ বলে ৩১ রানে অপরাজিত।

দিনের খেলা শেষে হাসান মাহমুদ বলেছেন, জয় ও মুশফিকের জুটিতে তাকিয়ে তারা। ম্যাচ জেতার জন্য দুইশ রানের বেশি লক্ষ্য দেওয়ার আশা তরুণ পেসারের।

প্রথম দুই দিন বিকেলের সেশনে আগেভাগে বন্ধ হয়ে যায় খেলা। তাই দ্বিতীয় দিনের মতো বুধবারও ১৫ মিনিট এগিয়ে সকাল ৯.৪৫ মিনিটে শুরু হবে খেলা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮

বাংলাদেশ ২য় ইনিংস: ৬৩ ওভারে ২০১/৬

এমটিআই